Shubman Gill: অনুশীলনে চোট পেয়ে পারথ টেস্ট থেকে ছিটকে গেলেন গিল, কেমন হতে পারে প্রথম একাদশ
অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে মাঠে বল গড়ানোর আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। পারথে অনুশীলন করার সময় বাঁ হাতের বুড়ো আঙুলের বড় চোট পেলেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার শুবমন গিল।
পারথ, ১৬ নভেম্বর: অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে মাঠে বল গড়ানোর আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। পারথে অনুশীলন করার সময় বাঁ হাতের বুড়ো আঙুলের বড় চোট পেলেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার শুবমন গিল (Shubman Gill )। বুড়ো আঙুলের হাড় ভাঙায় আগামী ২২ নভেম্বর, শুক্রবার থেকে পারথে শুরু হতে চলা প্রথম টেস্টে খেলা সম্ভব নয় গিলের। বিসিসিআইয়ের পক্ষ থেকে জাাননো হয়েছে এই খবর। তবে ৬ ডিসেম্বর থেকে অ্য়াডিলেড টেস্টের আগে ফিট হয়ে যাবেন গিল, এমনটাই আশাপ্রকাশ করছে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। গিল খেলতে না পারায় প্রথম একাদশে ধ্রুব জুরেলের খেলার সম্ভাবনা বাড়ছে। বাংলার অভিমন্যু ঈশ্বরণকে গিলের জায়গায় খেলানো হয় কি না সেটাও দেখার। এ দলের হয়ে অস্ট্রেলিয়ায় ভাল খেলা ধ্রুব জুরেল প্রথম একাদশে থাকলে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে খেলতে পারেন ঋষভ পন্থ।
সন্তান হওয়ায় পারিবারিক কারণে অধিনায়ক রোহিত শর্মাও পারথে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারছেন না। রোহিতের জায়গায় পারথ টেস্টে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন জশপ্রীত বুমরা। দেশের মাটিতে টেস্টে সিরিজে প্রথমবার হোয়াইটওয়াশ হওয়ার মহালজ্জা নিয়ে অস্ট্রেলিয়ায় খেলতে নামছে টিম ইন্ডিয়া। অনুশীলনে কেএল রাহুলও চোট পেয়েছিলেন। তবে রাহুলের খেলা নিয়ে সংশয় নেই।
পারথে টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, বিরাট কোহলি, সরফরাজ খান, ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর/রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জশপ্রীত বুমরা (অধিনায়ক), মহম্মদ সিরাজ, আকাশদীপ/প্রসিধ কৃষ্ণা।
ছিটকে গেলেন গিল
স্কোয়াডে আর যারা আছেন- অভিমন্যু ঈশ্বরণ, আকাশদীপ/প্রসিধ কৃষ্ণা, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা/ওয়াশিংটন সুন্দর।