Shreyas Iyer Injury Update: পর্যায়ক্রমিক চিকিৎসার জন্য বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে শ্রেয়স আইয়ার

কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক আইয়ার, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালের জন্য নির্বাচিত হতে চান

Shreyas Iyer, KKR (Photo Credit: Twitter)

বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন ভারতীয় দলের ক্রিকেটার শ্রেয়স আইয়ার। তার পিঠের সমস্যার জন্য অস্ত্রোপচার না করার সিদ্ধান্ত নেওয়ার পরে পর্যায়ক্রমিক চিকিৎসার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। Cricbuzz-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ বছর বয়সী এই ক্রিকেটার বৃহস্পতিবার ইনজেকশন নেবেন এবং এনসিএ-তে তার অবস্থান সেখানকার কর্মীদের মূল্যায়নের মাধ্যমে নির্ধারণ করা হবে। প্রতিবেদনে আরও বলা হয় কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক আইয়ার, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালের জন্য নির্বাচিত হতে চান। লন্ডনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭ জুন থেকে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। সেটার কথা মাথায় রেখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত পিছিয়ে দিয়েছেন তিনি।

যদি তিনি অস্ত্রোপচার করান তাহলে তাঁকে অন্তত ছয় মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। আয়ারের ঘনিষ্ঠ সূত্রের খবর, বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই তিনি মাঠে নামবেন। তিনি বিশেষজ্ঞ এবং এনসিএ কর্তাদের সঙ্গে দেখা করেছেন। সবাই একই পাতায় আছেন যে অপারেশন পেছানো যেতে পারে। এদিকে দুই বারের চ্যাম্পিয়ন কেকেআর আশা করছে, লিগের কোনও না কোনও পর্যায়ে শ্রেয়স তাদের অভিযানের জন্য উপলব্ধ হবেন।

মঙ্গলবার কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলেছেন, 'শ্রেয়সের অনুপস্থিতিতে পার্থক্য তৈরি হবে, যেহেতু তিনি গুরুত্বপূর্ণ, কিন্তু এটা সত্যিই দুর্ভাগ্যজনক। আমরা আশা করছি শ্রেয়স খুব তাড়াতাড়ি ফিরে আসবে এবং তাতে দলে অনেক পার্থক্য আসবে।'