Sachithra Senanayake Arrested: ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার সচিত্র সেনানায়েকে
লঙ্কা প্রিমিয়ার লিগের ২০২০ আসরের সঙ্গে জড়িত এই ক্রিকেটারের বিরুদ্ধে দুই ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিংয়ের জন্য প্রলোভিত করার অভিযোগ আনা হয়েছে
শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার সচিত্র সেনানায়েকেকে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার করেছে শ্রীলঙ্কা পুলিশ। সেনানায়েকে স্পোর্টস কোরাপশন ইনভেস্টিগেশন ইউনিটের কাছে আত্মসমর্পণ করেছেন। এর আগে আদালত তাকে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল। প্রথমে ক্রীড়া ক্ষেত্রে দুর্নীতি নির্মূল করতে ২০১৯ সালে চালু হওয়া প্রিভেনশন অফ অফেন্সেস রিলেটিং টু স্পোর্টস অ্যাক্টের অধীনে সেনানায়েকের গ্রেফতারি করা হয়। লঙ্কা প্রিমিয়ার লিগের ২০২০ আসরের সঙ্গে জড়িত এই ক্রিকেটারের বিরুদ্ধে দুই ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিংয়ের জন্য প্রলোভিত করার অভিযোগ আনা হয়েছে। সেনানায়েকের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন করতে চলেছে ক্রীড়া মন্ত্রকের বিশেষ তদন্তকারী দল। Rahul Tewatia's Wife Blessed with Baby Girl: রাহুল তেওয়াতিয়ার ঘরে কন্যাসন্তানের জন্ম, শেয়ার করলেন ছবি
৩৮ বছর বয়সী সেনানায়েক ৪৯টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করেছেন। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত তার আন্তর্জাতিক কেরিয়ারে বোলিং অ্যাকশনে সমস্যা দেখা দেয়। ২০১৪ সালে আইসিসি কর্তৃক নিষিদ্ধ হন এই অফস্পিনার। ২০১৪ সালে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন সেনানায়েকে। আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। ২০১৪ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসেন, কিন্তু ততটা কার্যকর ছিলেন না। সেপ্টেম্বর, ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক টি-২০-এ অংশ নেন।