AFG Squad, IRE vs AFG: আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ দলে ফিরেই অধিনায়কত্বে রাশিদ খান
রাশিদ দলে ফিরেই আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন, একইসঙ্গে মুজিব উর রহমানও তার চোট থেকে দলে ফিরে এসেছেন
গত ২০২৩ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের পর প্রথমবারের মতো পেশাদার ক্রিকেটে ফিরলেন রাশিদ খান (Rashid Khan)। আফগানিস্তানের তারকা স্পিনার রাশিদ খান পিঠের চোটের পরে দীর্ঘ বিরতির পরে ফিরে এসেছেন। রাশিদ ভারতে টুর্নামেন্টের পর থেকে কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি তবে ভারতে দ্বিপাক্ষিক সিরিজের সময় দলের সাথে ভ্রমণ করেন। তার অনুপস্থিতিতে স্পিনের দায়িত্ব সামলেছেন মুজিব উর রহমান, মহম্মদ নবী, নূর আহমদ, কায়েস আহমেদ, শরাফুদ্দিন আশরাফ, আল্লাহ গজানফার ও নাঙ্গিয়াল খরোতি। রাশিদ দলে ফিরেই আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন, একইসঙ্গে মুজিব উর রহমানও তার চোট থেকে দলে ফিরে এসেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় করা আফগানিস্তান আত্মবিশ্বাসী হয়ে ১৫ মার্চ থেকে শারজায় টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। AFG vs IRE 3rd ODI Result: আয়ারল্যান্ডকে মাত্র ১১৭ রান অলআউট করে আরবে সিরিজ জয় আফগানিস্তানের
আফগানিস্তানঃ রাশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিক অটল, ইজাজ আহমেদজাই, ইশাক রাহিমি (উইকেটরক্ষক), মহম্মদ নবী, নাঙ্গিয়াল খারোতাই, আজমত ওমরজাই, নূর আহমেদ, মুজীব উর রহমান, ওয়াফাদার মোমান্ড, ফরিদ মালিক, নবীন উল হক, ফজল হক ফারুকি।