Happy Birthday Rahul Dravid: ৪৩ বছরে ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’ রাহুল দ্রাবিড়, শুভ জন্মদিন
আজ ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) জন্মদিন। ৪৭টা বসন্ত কাটিয়ে ফেললেন তিনি। শুধু ভারতীয় ক্রিকেট দল নয়, আন্তর্জাতিক ক্রিকেটেরই একজন কিংবদন্তি রাহুল শরদ দ্রাবিড়। ১৯৭৩ সালের আজকের দিনে মধ্যপ্রদেশের ইন্দোরে এক মারাঠা পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। হকি খেলাই দ্রাবিড়ের ইচ্ছে ছিল। কর্ণাটকের জুনিয়র হকি টিমের প্রতিনিধিত্ব করতে চাইতেন, তবে ভাগ্য তো অন্য কথা বলে, তাই তিনি হয়ে গেলেন ক্রিকেটার। বাবা শরদ দ্রাবিড় ছিলেন একজন ক্রিকেট পাগল মানুষ। বাবার ইচ্ছেই ছেলের ভিতরে চারিয়ে গিয়েছিল। তাই শৈশব থেকেই প্রচুর ক্রিকেট ম্যাচ দেখেছেন রাহুল।
আজ ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) জন্মদিন। ৪৭টা বসন্ত কাটিয়ে ফেললেন তিনি। শুধু ভারতীয় ক্রিকেট দল নয়, আন্তর্জাতিক ক্রিকেটেরই একজন কিংবদন্তি রাহুল শরদ দ্রাবিড়। ১৯৭৩ সালের আজকের দিনে মধ্যপ্রদেশের ইন্দোরে এক মারাঠা পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। হকি খেলাই দ্রাবিড়ের ইচ্ছে ছিল। কর্ণাটকের জুনিয়র হকি টিমের প্রতিনিধিত্ব করতে চাইতেন, তবে ভাগ্য তো অন্য কথা বলে, তাই তিনি হয়ে গেলেন ক্রিকেটার। বাবা শরদ দ্রাবিড় ছিলেন একজন ক্রিকেট পাগল মানুষ। বাবার ইচ্ছেই ছেলের ভিতরে চারিয়ে গিয়েছিল। তাই শৈশব থেকেই প্রচুর ক্রিকেট ম্যাচ দেখেছেন রাহুল। ১২ বছর বয়সেই হকি ছেড়ে ক্রিকেট খেলতে শুরু করেছেন রাহুল দ্রাবিড়। ভারতের প্রতিনিধিত্ব করার আগেই কর্ণাটকের জুনিয়র ক্রিকেটের প্রতিনিধিত্ব করেছেন রাহুল।
সবমিলিয়ে দ্রাবিড়ের ক্রিকেট জীবন ছিল বর্ণময়। ১৬৪ টেস্টে ১৩২৮৮ রান, ৩৪৪ ওয়ানডে-তে ১০৮৮৯ রান ও একমাত্র টি-টোয়েন্টিতে ৩১ রান। এছাড়া ফিল্ডার হিসেবে টেস্টে ২১০ ও ওয়ানডেতে ১৯৬টি ক্যাচ তালুবন্দি করেছেন দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটে ১৬ বছর কাটিয়েছেন তিনি। লর্ডসে ২৩ বছর বয়সে অভিষেক টেস্টেই সেঞ্চুরি পেয়ে যেতে পারতেন দ্রাবিড়। কিন্তু ব্যক্তিগত ৯৫ রানের সময় উইকেটের পিছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। যার ফলে অভিষেক টেস্টেই লর্ডসের মতো ঐতিহাসিক মাঠে সেঞ্চুরি হল না তাঁর। ২০১২-তে অ্যাডিলেডের ওভালে শেষ ম্যাচ খেলেন দ্রাবিড়। প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ২৯৮ রানে ওই ম্যাচে হেরেছিল ভারত রাহুল দ্রাবিড়ের সাকুল্যে সংগ্রহ ছিল ১ ও ২৫ রান। আরও পড়ুন-FC Barcelona vs Atletico Madrid Result, Goal Video Highlights: অ্যাঞ্জেল করেরা অ্যাটলেটিকো মাদ্রিদকে সেমিফাইনালে জয়লাভ করিয়ে পৌঁছল সুপারকোপা দে এস্পানা ২০২০ ফাইনালে
তবে ব্যাটসম্যান হিসেবে নিজের সেরাটা দিয়েছেন সবসময়। উইকেটে কাটিয়েছেন প্রায় ৪৫ হাজার ঘণ্টা। একারণেই তাকে ডাকা হত ‘দ্য ওয়াল’ নামে। এছাড়া টেস্ট ক্রিকেটে প্রথম ফিল্ডার হিসেবে ধরেছেন ২০০টি ক্যাচ। টেস্ট ও ওয়ান-ডে দুই ফরম্যাটেই করেছেন ১০ হাজারের বেশি রান। ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ২৪২০৮ রান করেছেন তিনি। ঝুলিতে রয়েছে ৪৮টি সেঞ্চুরি।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)