IPL Auction 2024: আইপিএল নিলামে ১.৫ কোটির বেস প্রাইজ রয়েছে যাদের
নিলামে সর্বোচ্চ ২ কোটি টাকার পরই রয়েছে ১.৫ কোটির বেস প্রাইস। কিন্তু আশ্চর্যজনকভাবে এই তালিকায় কোনো ভারতীয় ক্রিকেটারের নাম নেই
প্রতি বছর ভারত ও বিশ্ব ক্রিকেটপ্রেমীদের জন্য আইপিএলের নিলামই প্রথম উত্তেজনার সৃষ্টি করে। আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বহু প্রতীক্ষিত নিলাম আগামী ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে। গত বছর নিলামের লড়াইয়ে স্যাম কারানকে ১৮.৫০ কোটি টাকায় কিনে নেয় পঞ্জাব কিংস, যা কিনা আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। এইবছর মোট ১৪টি দেশের ৩৩৩ জন ক্রিকেটার আইপিএল নিলামে অংশ নিচ্ছেন। যার মধ্যে ২১৪ জন ভারতীয় ক্রিকেটার এবং ১১৯ জন বিদেশি ক্রিকেটার। নিলামের তালিকায় সহযোগী সদস্য দেশগুলোর দু'জন খেলোয়াড়ও রয়েছেন। নিলামে সর্বোচ্চ ২ কোটি টাকার পরই রয়েছে ১.৫ কোটির বেস প্রাইস। কিন্তু আশ্চর্যজনকভাবে এই তালিকায় কোনো ভারতীয় ক্রিকেটারের নাম নেই। ৩৮.১৫ কোটি টাকার সবচেয়ে বড় বাজেটে থাকা গুজরাত টাইটান্স চাইবে দলে বিদেশী প্লেয়ার নিতে। অন্যদিকে, কলকাতা নাইট রাইডার্সে সবচেয়ে বেশি ১২ জন ক্রিকেটারের জায়গা খালি রয়েছে তাই তাঁদের সবচেয়ে বেশী উৎসাহ আশা করাই যায়। IPL Auction 2024: আগামী আইপিএলের নিলামে সর্বোচ্চ বেস প্রাইজে রয়েছেন কারা?
দেখুন ১.৫ কোটি বেস প্রাইজের তালিকা
- ওয়ানিন্দু হাসারাঙ্গা (শ্রীলঙ্কা)
- ফিলিপ সল্ট (ইংল্যান্ড)
- কলিন মুনরো (নিউজিল্যান্ড)
- শেরফেন রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ)
- টম কারান (ইংল্যান্ড)
- জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ)
- মহম্মদ নবি (আফগানিস্তান)
- জেমস নিশাম (নিউজিল্যান্ড)
- ড্যানিয়েল স্যামস (অস্ট্রেলিয়া)
- ক্রিস জর্ডন (ইংল্যান্ড)
- টাইমাল মিলস (ইংল্যান্ড)
- ঝাই রিচার্ডসন (অস্ট্রেলিয়া)
- টিম সাউদি (নিউজিল্যান্ড)