PAK vs BAN Super 4, Asia Cup 2023 Result: আগুন বোলিং-স্থির ব্যাটিং, বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে জয় পাকিস্তানের

বাংলাদেশ- ১৯৩/১০ (৩৮.৪), পাকিস্তান- ১৯৪/৩ (৩৯.৩); ৭ উইকেটে জয় পাকিস্তানের

Haris Rauf Celebration after Wicket (Photo Credit: ICC/ X)

হারিস রউফ ও নাসিম শাহের জ্বলন্ত গতির নেতৃত্বে, ইমাম-উল-হক ও মহম্মদ রিজওয়ানের দুর্দান্ত হাফসেঞ্চুরির সুবাদে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরের দৌড় শুরু করেছে পাকিস্তান। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের অর্ধশতরান সত্ত্বেও বাংলাদেশকে ১৯৩ রানে অলআউট করে দেন রউফ-নাসিম। ইমামের ৭৮ ও মহম্মদ রিজওয়ানের অপরাজিত ৬৩ রানের সুবাদে ৩৯.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেন পাকিস্তানের ওপেনাররা। তাসকিন আহমেদ ওপেনিং ওভারে ফখর জামানকে আউট করেন। প্রথম ১০ ওভারে আসে মাত্র ৩৭ রান। কিছুক্ষণের মধ্যেই তাসকিনের বলে ১৭ রানে আউট হন বাবর। মেহেদীর বলে পুল শটের মাধ্যমে ইমামের চতুর্থ ছক্কাটি আসে যখন পাকিস্তান ১৫০ অতিক্রম করে, এরপর ১১তম ওয়ানডে ফিফটি তুলে নিয়ে দ্রুত বাউন্ডারি হাঁকান রিজওয়ান। Pakistan Vs Bangladesh: দ্বিতীয় ইনিংসে নিভল ফ্লাডলাইট, গদ্দাফি স্টেডিয়াম বন্ধ পাকিস্তান-বাংলাদেশের ম্যাচ

এর আগে ব্যাট করতে নেমে সাকিব-মুশফিকের সেঞ্চুরি পার্টনারশিপের আগে বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। ৪৭/৪ এ নেমে যাওয়ার পর, এগিয়ে যাওয়ার চেষ্টায় বাংলাদেশ ১৪৭/৪ এ ফিরে আসে। শেষ ৬ উইকেট মাত্র ৪৬ রানে হারিয়ে ফেলে তারা। ৩৯তম ওভারেই তাদের ইনিংস শেষ হয়ে যায়। নাসিম প্রথম বলে মেহেদীকে আউট করেন। অসুস্থতা কাটিয়ে দলে ফেরা লিটন দাস দুই পেসারকে ফুল ডেলিভারি দিয়ে অফ সাইডে চার-ছক্কার মারেন। দ্বিতীয় উইকেট জুটি ইতিবাচক ব্যাটিংয়ের মাধ্যমে শুরুতেই আউটের ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু পাঁচ ওভারের মধ্যেই দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। তৌহিদ হৃদয়কেও ২ রানে আউট করেন এই পেসাররা। সাকিব-রহিমের অভিজ্ঞ জুটি বাংলাদেশকে নতুন করে গড়ে তোলে। সাকিব ৫৩ বলে ফিফটি করে ১০০ রানের জুটি গড়েন। শামীম শাহীনের বলে ছক্কা হাঁকানোর পর পরই পার্টটাইম ইফতিকার আহমেদের বলে আউট হন। রউফ আউট করেন রহিম এবং তাসকিনকে, এরপর শেষ দুই উইকেট নিয়ে ইনিংস শেষ করে দেন নাসিম।