PAK vs AUS 1st Test Day 3 Stumps: চরম সংকটে পাকিস্তান, দিনের শেষে ২ উইকেট খুইয়ে অজি লিড ৩০০

অস্ট্রেলিয়া- ৪৮৭, ৬৮/২; পাকিস্তান- ২৭১; ৩০০ রানে এগিয়ে অস্ট্রেলিয়া

PAK vs AUS (Photo Credit: ICC/ X)

পার্থ টেস্টে গতকাল পাকিস্তান ভালো খেললেও আজকে ফের সেই পুরোনো অবস্থানে শান মাসুদের দল। ২ উইকেট খুইয়ে আজকে খেলা শুরু করলে প্রথমেই নাইটওয়াচম্যান খুররম শেহজাদকে ফেরান বোল্ড করেন কামিন্স। এরপর প্রাক্তন অধিনায়ক বাবর আজম ব্যাটিং করতে এলে ভালো ইনিংসের আশা করা হয়। কিন্তু মাত্র ২১ রান করে মিচেল মার্শের বলে এজে ক্যাচ দিয়ে ফিরে যান। গতকাল থেকে দাঁড়িয়ে থাকা ওপেনার ইমাম ১৯৯ বলে ৬২ রান করে লায়ানের বলে স্ট্যাম্প আউট হন। উইকেটরক্ষক সরফরাজ আসতেই ৩ রানে স্টার্কের বলে বোল্ড হয়ে যান। এরপর সৌদ শাকিল ভালো ব্যাটিং করে দ্রুত রান করার চেষ্টায় ২৮ রান করে ফিরে যান। যখন আগা সলমান ব্যাট করতে আসেন তখন স্কোর ২৩০ রানে ৭ উইকেট। Ahmed Shehzad Retirement: পিএসএলে মেলেনি জায়গা, ফ্র্যাঞ্চাইজিদের ওপর দোষারোপ করে অবসর আহমেদ শেহজাদের

তিনি একদিক থেকে টিকে থাকার চেষ্টা করলেও অন্যপ্রান্ত থেকে টেল এন্ডারদের কেউই দাঁড়াতে পারেনি এবং একে একে ফাহিম আশরাফ কামিন্সের বলে ৮ রানে, লায়ানের বলে ১০ রানে আমির জামাল এবং হেডের বলে ৪ রানে শাহিন শাহ আফ্রিদি ফিরে যান। ক্রিজে ৭৬ বলে ২৮ রানে অপরাজিত থাকেন সলমান। প্রথম ইনিংসে লায়ান ৩টি উইকেট, স্টার্ক এবং কামিন্স ২টি উইকেট নেন, এছাড়া ১টি করে উইকেট পান হেজলউড, মিচেল মার্শ এবং হেড। দ্বিতীয় ইনিংসে যখন অজিরা ব্যাট করতে আসে তখন প্রথম ইনিংসের শতকবীর ডেভিড ওয়ার্নারকে শূন্য রানে ফেরান খুররাম শেহজাদ। এরপর যখন লাবুশেনকে মাত্র ২ রানে আউট হন তখন অজিদের স্কোর-৫/২। এরপর স্মিথ খোয়াজার সঙ্গে শান্তভাবে ব্যাটিং করে খেলা ধরে নেন এবং শেষ সেশনে আর কোনো উইকেট পড়েনি। আজ অজিরা ৬৮ রানে ২ উইকেটে খেলা শেষ করে এবং লিড ৩০০ হয়।

দেখুন স্কোরকার্ড

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now