On This Day: বয়স মাত্র ১৬, আজকের দিনেই সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে অর্ধ শতরান করেন সচিন

৩২ বছর আগে আজকের দিনেই বিশ্বের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান (Youngest Batsman) হিসেবে টেস্ট ক্রিকেটে অর্ধ শতরান (Half Century) করেছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ১৯৮৯ সালে ফয়সালাবাদে ভারত ও পাকিস্তানের (Pakistan) মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছিলেন সচিন। সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ১৬।

Sachin Tendulkar

৩২ বছর আগে আজকের দিনেই বিশ্বের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান (Youngest Batsman) হিসেবে টেস্ট ক্রিকেটে অর্ধ শতরান (Half Century) করেছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ১৯৮৯ সালে ফয়সালাবাদে ভারত ও পাকিস্তানের (Pakistan) মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেছিলেন সচিন। সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ১৬।

সেই ম্যাচে ভারত ১০১ রানে ৪ উইকেট খুইয়ে বসে। তেন্ডুলকর (৫৯) এবং সঞ্জয় মঞ্জরেকর (৭৬) পঞ্চম উইকেটে ১৪৩ রানের জুটি গড়েন। ১৯৮৯ সালে করাচিতে অনুষ্ঠিত ভারত-পাকিস্তানের মধ্যে টেস্ট ম্যাচে অভিষেক হয়েছিল সচিনের। একই ম্যাচে পাকিস্তানের পেসার ওয়াকার ইউনিসেরও অভিষেক হয়েছিল। আরও পড়ুন: IPL 2022: ২ এপ্রিল থেকে চেন্নাইয়ে শুরু হতে পারে আগামী আইপিএল

 

View this post on Instagram

 

A post shared by ICC (@icc)

 

বছরের পর বছর ধরে তেন্ডুলকর 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটার' হিসেবে ইতিহাসে তাঁর নাম তুলেছেন। পেয়েছেন 'মাস্টার ব্লাস্টার' ডাকনামও। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট সচিনের মোট রান ৩৪ হাজার ৩৫৭। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সাঙ্গাকারার চেয়ে ৬ হাজার রান বেশি। টেস্ট এবং ওডিআই, উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে রয়ে গেছেন সচিন। সবচেয়ে বেশি আন্তর্জাতিক সেঞ্চুরি করার রেকর্ডও রয়েছে তাঁর ঝুলিতে। ২০১৩ সালে ক্রিকেটকে বিদায় জানান সচিন।