NZ vs PAK 2nd T20I Result: ব্যর্থ বাবর-ফকরের অর্ধশতক, মিলনের বোলিং দাপটে শেষ পাকিস্তান
এই মুহূর্তে নিউজিল্যান্ড ২-০ ব্যবধানে টি-২০ সিরিজে এগিয়ে রয়েছে। আগামী বুধবার পাকিস্তান যদি জয় না তুলতে পারে তাহলে তারা সিরিজ হেরে যাবে
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ১০ ওভারে অতিরিক্ত রান দিয়ে দেওয়ায় কাল হল শাহিনদের। দ্বিতীয় টি-২০তে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। কনওয়েকে প্রথমে দ্রুত ফেরত পাঠালেও যখন পায়ে গোড়ালিতে টান লেগে কেন উইলিয়ামসন ফিরে যান তখন নিউজিল্যান্ডের স্কোর ১০০ পার হয়ে গিয়েছে। পরের ১০ ওভারে পাকিস্তান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ফিন অ্যালান ৭৪ রান করে ফেলেছেন। উসামা মিরের ১ উইকেটের পর হারিসের অসাধারণ এক ওভারে ৩ উইকেটে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা ফিরে গেলেও স্কোর দাঁড়ায় ১৯৪, শেষ দিকে মিচেল স্যান্থনারের ১৩ রানে ২৫ রানের যথেষ্ট ভূমিকা রয়েছে। এরপর রান তাড়া করতে নেমে দ্রুত সাইম এবং রিজওয়ান ফিরে গেলে এসে হাল ধরেন বাবর আজম। ফকরের ২৫ বলে ৫০ রান পাকিস্তানকে আশা জোগালেও তাঁর উইকেটের পর তাসের ঘরের মতো পাকিস্তানের বাকি উইকেট পড়তে থাকে। ১৫৩ স্ট্রাইক রেটে অর্ধ শতক করলেও বাবর দলকে জয় এনে দিতে পারেননি এবং ২১ রানে নিউজিল্যান্ডের কাছে হার শিকার করে নিতে হয়। আজ কিউইদের বোলিংয়ে সেরা ছিলেন অ্যাডাম মিলনে। তাঁর ৪ উইকেটের সুবাদে নিউজিল্যান্ডের জয় সহজ হয়ে যায়। এই মুহূর্তে নিউজিল্যান্ড ২-০ ব্যবধানে টি-২০ সিরিজে এগিয়ে রয়েছে। আগামী বুধবার পাকিস্তান যদি জয় না তুলতে পারে তাহলে তারা সিরিজ হেরে যাবে। Will Young, NZ vs PAK: কেন উইলিয়ামসনের পরিবর্তে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-২০তে উইল ইয়ং