NZ vs BAN 2nd ODI Result: বিফলে সৌম্য সরকারের ১৬৯, বাংলাদেশ ৭ উইকেটে হারাল নিউজিল্যান্ড
নিউজিল্যান্ড ৭ উইকেটের জয়ের সঙ্গে ওয়ানডে সিরিজও ২-০ ব্যবধানে জিতে নিয়েছে
সৌম্য সরকারের (Soumya Sarkar) দুর্দান্ত এক ইনিংস বাংলাদেশকে কিছুটা বিব্রতকর পরিস্থিতি থেকে রক্ষা করলেও দ্বিতীয় ওয়ানডে ও সিরিজ হার এড়াতে পারেনি। নিউজিল্যান্ড বোলিং বেছে নেওয়ার পর মাত্র ২ রানেই আনামুল হককে (Anamul Haque) ফেরান মিলনে। অধিনায়ক শান্ত এবং তারকা ব্যাটসম্যান লিটনকে ৬ রানেই আউট করেন জ্যাকব ডাফি (Jacob Duffy)। তৌহিদ হৃদয় চেষ্টা করলেও ১২ রানে রান-আউট হয়ে ফিরে যান। এরপর একদিকে সৌম্যের সঙ্গে টিকে থাকেন মুশফিকুর। তিনি যখন অর্ধশতক থেকে মাত্র ৫ রান দূরে তখন ফের আঘাত হানেন ডাফি। মেহদী হাসান, তাঞ্জিম হাসান, রিশাদ হোসেন এবং হাসান মাহমুদ মাত্র ৩৮ রান যোগ করতে পারেন। শেষ ওভারে উইলিয়াম ও'রুরকি (William ORourke) তিনটি উইকেট নিয়ে ১৬৯ রানে সৌম্য, রিশাদ এবং হাসানকে আউট করে ১ বল বাকি থাকতেই ২৯১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। WI vs ENG 4th T20I Result: ফের শতক সল্টের, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয় ইংল্যান্ডের
নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি এবং উইলিয়াম ও'রুরকি ৩টি উইকেটে নেন, এছাড়া অ্যাডাম মিলনে, জশ ক্লার্কসন, আদিত্য অশোক ১টি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে উইল ইয়ং (Will Young) এবং রচিন রবীন্দ্র (Rachin Ravindra) ৭৬ রানের জুটি গড়েন। হাসান মাহমুদ এসে প্রথমে ৪৫ রানে রচিনকে এবং ৮৯ রানে ইয়ংকে ফেরান। এরপর হেনরি নিকোলস অবশেষে তাঁর ফর্ম ফিরে পেয়ে ভালো ব্যাটিং করেন কিন্তু ৯৫ রানে স্নায়ুর উপর নিয়ন্ত্রন রাখতে না পেরে শরিফুলের বলে আউট হয়ে যান। এরপর অধিনায়ক টম ল্যাথাম (Tom Latham) এবং টম ব্লান্ডেল (Tom Blundell) যথাক্রমে ৩৪ এবং ২৪ রান করে ৪৬.২ ওভারে ৩ উইকেটে ২৯৬ রান তুলে নেয়। নিউজিল্যান্ড ৭ উইকেটের জয়ের সঙ্গে ওয়ানডে সিরিজও ২-০ ব্যবধানে জিতে নিয়েছে।
দেখুন স্কোরকার্ড