Sourav Ganguly: ‘মহেন্দ্র সিং ধোনিকে পেয়ে খুশি ভারতীয় ক্রিকেট’, মাহির জন্মদিনে সৌরভ গাঙ্গুলি

বিশ্ব ক্রিকেটের অন্যতম সুন্দর ফিনিশারই শুধু নন মহেন্দ্র সিং ধোনি হলেন টপ অর্ডারে সবথেকে আক্রমণাত্মক ব্যাটসম্যানও তিনি। একদা সতীর্থ অনুজ ক্রিকেটার ক্যাপ্টেন কুলের ৩৯-তম জন্মদিনে এনই বললেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। সৌরভের অধিনায়কত্বেই রাঁচির উইকেট কিপার মহেন্দ্র সিং ধোনির ভারতীয় ক্রিকেটে অভিষেক। দেশের মধ্যে একমাত্র ক্রিকেট অধিনায়ক মাহি, যিনি আইসিসির যাবতীয় ট্রফি জিতে নিয়েছেন। ভারতীয় ক্রিকেটের টেস্ট ওপেনার মাহাঙ্ক আগরওয়ালের সঙ্গে এক বার্তালাপসেরেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। আপনার কথাতেই মাহি ভাইকে দেশের জাতীয় ক্রিকেট দলে আনা হয়েছিল। বাকিটা ইতিহাস। এটা কতটা মিথ আর কতটা বাস্তব।

সৌরভ ও ধোনি(Photo Credits: Getty Images)

কলকাতা, ৭ জুলাই: বিশ্ব ক্রিকেটের অন্যতম সুন্দর ফিনিশারই শুধু নন মহেন্দ্র সিং ধোনি হলেন টপ অর্ডারে সবথেকে আক্রমণাত্মক ব্যাটসম্যানও তিনি। একদা সতীর্থ অনুজ ক্রিকেটার ক্যাপ্টেন কুলের ৩৯-তম জন্মদিনে এনই বললেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। সৌরভের অধিনায়কত্বেই রাঁচির উইকেট কিপার মহেন্দ্র সিং ধোনির ভারতীয় ক্রিকেটে অভিষেক। দেশের মধ্যে একমাত্র ক্রিকেট অধিনায়ক মাহি, যিনি আইসিসির যাবতীয় ট্রফি জিতে নিয়েছেন। ভারতীয় ক্রিকেটের টেস্ট ওপেনার মাহাঙ্ক আগরওয়ালের সঙ্গে এক বার্তালাপসেরেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। আপনার কথাতেই মাহি ভাইকে দেশের জাতীয় ক্রিকেট দলে আনা হয়েছিল। বাকিটা ইতিহাস। এটা কতটা মিথ আর কতটা বাস্তব।

সৌরভ উত্তরে জানিয়েছেন, একথা সত্য। তবে এটা তো সেই সময় আমার কাজই ছিল। প্রত্যেক অধিনায়কেরই এই দায়িত্বটা থাকে। সবথেকে সেরাটা তুলে নাও। এবং সব থেকে সেরা টিম তৈরি করা। আমি তাই করেছি ভারতীয় ক্রিকেট মহেন্দ্র সিং ধোনিকে পেয়েছে। সেজন্য আমি খুশি। কেননা ধোনী অবিশ্বাস্য। বিশ্বের অন্যতম মহান ক্রিকেটারের একজন হলেন ধোনি। আমার অধিনায়কত্বে ব্যাটিং অর্ডারের তিন নম্বরে খেলতেন ধোনি। ভাইজ্যাগে পাকিস্তানের বিরুদ্ধে নেমে ১৪০ রান করেছিলেন। আমি সবসময় চাইতাম ব্যাটিং অর্ডারের উপরের দিকে ধোনির নাম থাকুক, কারণ ঝোড়ো ব্যাটিংয়ের ক্ষমতা রয়েছে তাঁর মধ্যে। শর্টার ফর্মাটে একমাত্র সেরা খেলোয়ারই ছক্কা মারতে পারে। এক সময়কার ওয়ান ডে ক্রিকেটের দিকে তাকালেই দেখতে পাবেন, সেরার তালিকায় থাকা ব্যাটসম্যানদের একজন মহেন্দ্র সিং ধোনি।   আরও পড়ুন-Serial Killer Sentenced To Death: সিরিয়াল কিলার চেন খুনির ফাঁসির রায়, কালনার আদালতে সাজা ঘোষণা

এদিকে মঙ্গলবার ৩৯-তম জন্মদিন উদযাপন করছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক তথা ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni Birthday)। শুধু ভারতের ক্রিকেটপ্রেমী জনতাই নন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসছে জন্মদিনের শুভেচ্ছা বার্তা। টুইটারেই মাহিকে উইশ করছেন অনুরাগীরা। এই বিশেষ দিনে মহেন্দ্র সিং ধোনিকে শুভেচ্ছা জানাতে ভুললেন না ভারতের প্রখ্যাত বালু শিল্পী সুদর্শন পট্টনায়েক। টুইটারে তাঁর স্যান্ড আর্টের মাধ্যমেই মাহিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শিল্পী। শুভেচ্ছা বার্তায় দেখা যাচ্ছে, পুরীর সমুদ্র সৈকতে বালিতেই ফুটে উঠেছে ক্যাপ্টেন কুলের মুখ। পাশে লেখা শুভ জন্মদিন মহেন্দ্র সিং ধোনি। প্রিয় ক্রিকেটারের জন্মদিনে বালু শিল্পীর স্যান্ড আর্ট দেখে মন্ত্রমুগ্ধ মাহির ফ্যানেরা শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন টুইটারের কমেন্ট বক্স।



@endif