KL Rahul: বেঙ্গালুরুতে পিচকে প্রণাম করে অবসরের ইঙ্গিত রাহুলের? জল্পনা ওড়ালেন খোদ লোকেশ
বেঙ্গালুরু টেস্টে দুই ইনিংসেই জঘন্য ব্যাটিং করে দলকে ডোবান ভারতের তারকা ব্যাটার কেএল রাহুল। বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে রাহুল শূন্য রানে আউট হন।
বেঙ্গালুরু টেস্টে দুই ইনিংসেই জঘন্য ব্যাটিং করে দলকে ডোবান ভারতের তারকা ব্যাটার কেএল রাহুল। বেঙ্গালুরুতে প্রথম ইনিংসে রাহুল শূন্য রানে আউট হন। আর দ্বিতীয় ইনিংসে রাহুল এমন সময় ক্রিজে নেমেছিলেন যখন সরফরাজ খান-ঋষভ পন্থ অবিশ্বাস্য পার্টনারশিপ করে দলকে ৫০ রানের বেশী লিড এনে দিয়েছিলেন। সেই সময় রাহুল অত্যধিক তাড়াহুড়ো করে ব্যক্তিগত ১২ রানে আউট হন। অথচ রাহুলের একটা ভাল ইনিংস বেঙ্গাসলুরু টেস্টের ফল ঘুরিয়ে দিতে পারত। রাহুলের ব্যর্থতার পর তাঁর তীব্র সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এরই মধ্যে আজ, রবিবার বেঙ্গালুরু টেস্টে কিউইদের কাছে ৮ উইকেটে হারের পর মাঠ ছাড়ার আগে পিচকে প্রণাম করতে দেখা যায় রাহুলকে। সাধারণত এমন দৃশ্য খেলোয়াড়দের অবসরের সময়ই দেখা যায়। রাহুলের পিচকে প্রণামের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, অনেকেই বলতে শুরু করেন রাহুল টেস্টে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলে ফেললেন।
বেঙ্গালুরুর পিচকে প্রণাম কেএল রাহুলের
৩২ বছরের রাহুল দেশের হয়ে ৫৩টি টেস্ট খেলেছেন। কানপুরে বাংলাদেশের বিরুদ্ধে ৬৮ রানের ভাল একটা ইনিংস খেললেও সেভাবে ফর্মে তিনি নেই। এদিকে, সামনেই অস্ট্রেলিয়া সফরে গিয়ে ৫ টেস্টের অতি গুরুত্বপূর্ণ সিরিজে খেলবে টিম ইন্ডিয়া। অভিমন্যু ঈশ্বরণের দুরন্ত ফর্ম, শ্রেয়স আইয়ার রঞ্জিতে সেঞ্চুরি করায় রাহুলের ওপর চাপ বাড়ছে। তবে রাহুল টেস্ট থেকে অবসর জল্পনা উড়িয়ে দিয়েছেন। তবে শুভমন গিল চোট সারিয়ে পুণে টেস্টে ফিরল, রাহুলের পক্ষে প্রথম একাদশে সুযোগ পাওয়া কঠিন হবে। কারণের গিলের চোটে প্রথম একাদশে সুযোগ পেয়ে বেঙ্গালুরুতে সেঞ্চুরি করেছেন সরফরাজ খান। এবার গিল ফিরলে রাহুলকেই জায়গা ছাড়তে হবে।