KL Rahul Ruled Out: আইপিএল থেকে ছিটকে গেলেন কেএল রাহুল, বাদ পড়তে পারেন টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল থেকেও
রাহুলের চোটের ধরন নিয়ে শুধু জল্পনা চলছে, কারণ লখনউ ম্যানেজমেন্ট বা বিসিসিআই কেউই আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি
লোকেশ রাহুলের ২০২৩ সালের আইপিএল সফর শেষ হয়ে গিয়েছে এবং লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজি শিবির ছেড়েছেন। Cricbuzz-এর তথ্য অনুযায়ী, ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান স্ক্যানের জন্য মুম্বাইয়ে বিসিসিআইয়ের দায়িত্বে রয়েছেন। স্ক্যানের ফলাফলই ঠিক করবে আগামী মাসের শুরুতে লন্ডনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে রাহুলের খেলা। তার চিকিৎসা পর্যবেক্ষণকারী জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) দল বৃহস্পতিবার রাত পর্যন্ত টিম ম্যানেজমেন্টসহ সংশ্লিষ্টদের কিছু জানায়নি। তবে যারা পরিস্থিতি জানেন তারা পুরোপুরি আশাবাদী নন। সম্ভবত ডব্লিউটিসি ফাইনালেও রাহুল ছিটকে যাবেন দাবী ক্রিকবাজের। রাহুলের চোটের ধরন নিয়ে শুধু জল্পনা চলছে, কারণ লখনউ ম্যানেজমেন্ট বা বিসিসিআই কেউই আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। শোনা যাচ্ছে, কোমরের পেশিতে বা হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগতে পারেন তিনি। মাত্র ১০ মাস আগে জার্মানিতে হার্নিয়া সার্জারি করানো হয় রাহুলের।
লখনউয়ের তরফে রাহুলের বদলি চাওয়া হবে কি না, তা নিয়ে কোনও সদুত্তর মেলেনি। মরসুমের জন্য তাদের আর মাত্র চারটি লিগ ম্যাচ বাকি আছে এবং প্লে-অফের জন্য তাদের যোগ্যতা অর্জনের অন্যতম দাবিদার তারা। এখন রাহুলের স্থানে ক্রুণাল পান্ডিয়াকে অধিনায়ক করা হয়েছে। আইপিএল থেকে ছিটকে গেলেও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জয়দেব উনাদকাটের পরিস্থিতি নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। পরিষ্কার হয়ে গেলেই বদলি ক্রিকেটারদের নাম ঘোষণা করতে পারে বিসিসিআই। কিন্তু রাহুলের জায়গায় কে আসতে পারেন, তা জানা নেই। ইশান কিষাণ খুব বেশিদিন আগে ভারতীয় দলে ছিলেন না, তাই একমাত্র টেস্টের জন্য দ্বিতীয় উইকেটকিপার হতে পারেন তিনি। উনাদকাটের পরিস্থিতিও এখনও অস্পষ্ট।