Simon Doull On Pakistan: পাকিস্তানে থাকা আর জেলে বাস করা একই বিষয়, বলছেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার

পাকিস্তানে থাকা আর জেলে বাস করা একই বিষয়। সম্প্রতি পাকিস্তানে তাঁর সঙ্গে ঘটা যাওয়া ঘটনাবলীর কথা স্মরণ করে একথাই বললেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার সাইমন ডুল।

প্রতীকী ছবি (Photo Credit: Wikipedia)

নয়াদিল্লি: পাকিস্তানে থাকা (Living in Pakistan) আর জেলে বাস করা (Living in Jail) একই বিষয়। সম্প্রতি পাকিস্তানে (Pakistan) তাঁর সঙ্গে ঘটা যাওয়া ঘটনাবলীর কথা স্মরণ করে একথাই বললেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার (Kiwi Commentator) সাইমন ডুল (Simon Doull)।

ক্রিকেট বিশ্বে সাইমন ডুল আগাগোড়াই ঠোঁটকাটা হিসেবে পরিচিত বিশ্বের কোনও খেলোয়াড়ই ভুল করলে তাঁর সমালোচনার হাত থেকে বাঁচাতে পারেন না। সম্প্রতি আইপিএল (IPL) প্রতিযোগিতা ধীরে ব্যাটিং করার জন্য বিরাট কোহলির বিরাট সমালোচনা করেছিলেন তিনি। তবে পাকিস্তানের ক্রিকেটার বাবর আজমের (Babar Azam) সমালোচনা করা যে তাঁর পক্ষে এত দুঃসহনীয় হয়ে উঠবে তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি সাইমন।

আর তাই পাকিস্তানে গেছিলেন সেখানকার ক্রিকেট লিগের ধারাভাষ্য দিতে। আর গিয়েই বুঝতে পারেন, কত ধানে কত চাল। পাকিস্তান যে বিশ্বের অন্য দেশগুলির তুলনায় অনেকটাই আলাদা তা ভালোভাবে বুঝতে পেরে পাকিস্তানকে জেলের সঙ্গে তুলনা করেছেন তিনি। পিএসল (PSL)-এ বাবর আজমের স্ট্রাইকিং রেটের সমালোচনায় করার ফল হাতে নাতে পেয়ে গেছেন সাইমন।

সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে পাকিস্তানের সুপারস্টার ক্রিকেটার বাবর আজমের সমালোচনা করার জন্য তাঁকে কী কী পরিস্থিতির শিকার হতে হয়েছে তার উল্লেখ করেন সাইমন ডুল। তাঁর পাকিস্তানের থাকার দিনগুলির কথা উল্লেখ করে বলেন, "পাকিস্তানে থাকা মানে জেলে বসবাস করার সামিল। আমি বাইরে বের হতে পারতাম না কারণ বাবর আজমের ভক্তরা আমার জন্য অপেক্ষা করত। আর পাকিস্তানে আমি এমন অনেক দিন কাটিয়েছি কোনও রকম খাবার ছাড়াই। এমনকী আমি মানসিকভাবে অত্যাচারিতও হয়েছি। কিন্তু, ভগবানের অশেষ কৃপা আমি কোনওক্রমে পাকিস্তান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছি।" আরও পড়ুন: Manchester United vs Sevilla, UEFA Europa League Live Streaming: ম্যানচেস্টার ইউনাইটেড বনাম সেভিল্লা, ইউরোপা লিগ, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now