Kamran Ghulam: বাবর আজমের জায়গায় সুযোগ পেয়েই অভিষেক টেস্টে সেঞ্চুরি কামরন গুলামের
ফর্মে হারিয়ে বাদ পড়া বাবর আজমের জায়গায় সুযোগ পেয়ে অভিষেক টেস্টে সেঞ্চুরি করলেন পাকিস্তানের প্রতিশ্রুতিমান ব্যাটার কামরন গুলাম।
মুলতান, ১৫ অক্টোবর: একেই বলে পড়ে পাওয়া সুযোগের দু হাতে সদ্বব্যবহার। ফর্মে হারিয়ে বাদ পড়া বাবর আজমের জায়গায় সুযোগ পেয়ে অভিষেক টেস্টে সেঞ্চুরি করলেন পাকিস্তানের প্রতিশ্রুতিমান ব্যাটার কামরন গুলাম (Kamran Ghulam)। মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে মুলতানে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বাবরের জায়গায় চার নম্বরে ব্যাট করতে নেমে কামরন করলেন ১১৮ রান। সেলিম মালিকের পর পাকিস্তানের হয়ে টেস্টে চার নম্বরে ব্যাট করতে নেমে অভিষেক টেস্টে সেঞ্চুরি করলেন কামরন গুলাম।
পাখতুনখাওয়া প্রদেশের ২৯ বছরের কামরনের ২২৪ বলের ইনিংস দেখে মুগ্ধ প্রাক্তন ক্রিকেটাররা। গত বছর জানুয়ারিতে করাচিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে-তে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল কামরনের। কিন্তু সেই ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি তিনি। এরপর দেড় বছর আর জাতীয় দলে সুযোগই পাননি। কেন তাঁক এতটা অপেক্ষা করতে হল, তা নিয়ে উঠছে প্রশ্ন। কামরনের দুরন্ত সেঞ্চুরি আর ওপেনার সাইন আয়ুবের ৭৭ রানের ইনিংসে ভর করে প্রথম দিনের শেষে পাকিস্তানের স্কোর ৫ উইকেটে ২৫৯ রান।
অভিষেক টেস্টে সেঞ্চুরি কামরন গুলামের
দিনের খেলার শেষের দিকে ইংল্যান্ডের স্পিনার শোয়েব বাশিরের বলে আউট হন কামরন। অপরাজিত অবস্থায় দিনের খেলা শেষে মাঠ ছাড়েন মহম্মদ রিজওয়ান (৩৭) ও সলমন আঘা (৫)। ইংল্যান্ডের দুই স্পিনার জ্যাক লিচ (২/৯২) ও শোয়েব বাশির (১/৬৬) ভাল বল করেন। দিনের খেলার শুরুতে পাক ওপেনার আব্দুল শফিক (৭)-কে আউট করে প্রথম ধাক্কা দেন লিচ। সাইম আয়ুব-কে আউট করেন ব্রিটিশ পেসার ম্যাথু পট। রান পেলেন না পাক অধিনায়ক শান মাসুদ (৩)। সিরিজে ০-১ পিছিয়ে থেকে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে পাকিস্তান যেখানে দাঁড়িয়ে,তাতে মহম্মদ রিজওয়ানের ওপর এখন গুরু দায়িত্ব। অন্তত ৩৫০-৩৭৫ রান করতে না পারলে মুলতানের পিচে ইংল্যান্ডের ব্যাটারদের রোখা মুশকিল হবে। ক দিন আগেই এই মুলতানের পিচেই জো রুট, হ্যারি ব্রুক-রা করেছিলেন ৮২৩ রান। ব্রুক ত্রিশতরান আর রুট দ্বিশতরান হাঁকিয়ে ছিলেন।