Joe Root: লর্ডস টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করে কুককে ছাপিয়ে সুপার ৩৪ রুটের, গাভাসকরকে ছুঁয়ে সামনে এখন দ্রাবিড়

শ্রীলঙ্কার বিরুদ্ধে লর্ডস টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট (Joe Root)। প্রথম ইনিংসে ১৪৩ রানের অনবদ্য ইনিংস খেলার পর আজ, শনিবার লর্ডস টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে রুট ১২১ বলে ১০৩ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন।

Joe Root Hugs His Father While Returning to Dressing Room. (Photo Credits: (Photo credit: X@englandcricket)

লন্ডন, ৩১ অগাস্ট: আলিস্টার কুকের রেকর্ড ভেঙে সুনীল গাভাসকর, ব্রায়ান লারাদের ধরে ফেললেন জো রুট। শ্রীলঙ্কার বিরুদ্ধে লর্ডস টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট (Joe Root)। প্রথম ইনিংসে ১৪৩ রানের অনবদ্য ইনিংস খেলার পর আজ, শনিবার লর্ডস টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে রুট ১২১ বলে ১০৩ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন। সেই সঙ্গে ইংল্যান্ডের সর্বকালের সর্বাধিক টেস্ট সেঞ্চুরির মালিক হলেন রুট। স্যার উপাধিতে সম্মানিত আলিস্টার কুকের (৩৩টি) রেকর্ড ভেঙে রুটের ৩৪টি টেস্ট সেঞ্চুরি করা হয়ে গেল।

শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজের প্রথম ম্য়াচ ম্যানচেস্টারে রুট করেছিলেন ৪২ ও ৬২ অপরাজিত রান। তার মানে চলতি টেস্ট সিরিজে দুটি ম্যাচে রুটের ব্যাটিং গড় দাঁড়াল প্রায় ১১৭। ৩৩ বছরের রুটের থেকে এখন টেস্ট ক্রিকেটে বেশী সেঞ্চুরি মাত্র পাঁচজনের- সচিন তেন্ডুলকর (৫১টি), জ্যাক কালিস (৪৫), রিকি পন্টিং (৪১), কুমারা সাঙ্গাকারা (৩৮) ও রাহুল দ্রাবিড় (৩৬)-এর। রুটের মতই টেস্টে ৩৪টি সেঞ্চুরি আছে সুনীল গাভাসকর, ইউনিস খান, ব্রায়ান লারা, মাহেলা জয়বর্ধনে-র।

রুট এখনও বছর পাঁচেক টেস্ট ক্রিকেট খেলতে চান বলে জানিয়েছিলেন। এমন অবিশ্বাস্য ফর্ম ধরে রাখতে পারলে সচিনের ৫১ টেস্ট সেঞ্চুরির নজির রুট ভেঙে ফেলার ক্ষমতা রাখেন বলে দাবি ব্রিটিশ সংবাদমাধ্যমের। রুটের সঙ্গে এক সারিতে থাকা বিরাট কোহলি-র এখন ২৯টি ও অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের ৩২টি টেস্টে সেঞ্চুরি আছে। তার মানে স্মিথ, কোহলিদের পিছনে ফেলে এগিয়ে চলেছেন রুট। আরও পড়ুন-জাভাগাল শ্রীনাথের জন্মদিনে শুভেচ্ছা বিসিসিআই-য়ের

লর্ডস টেস্টের দুই ইনিংসের সেঞ্চুরি ৩৪-এর নজির জো রুটের

এদিন, ৬৯ রানে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড একটা সময় কিছুটা চাপের মধ্য়ে ছিল। যদিও প্রথম ইনিংসে ইংল্যান্ডের লিড ছিল ২৩১ রানের। সেখান থেকে রুট ১০টা বাউন্ডারি মেরে, ৮৫ ওপর স্ট্রাইক রেট রেখে তাঁর কেরিয়ারের ৩৪তম সেঞ্চুরিটি পূর্ণ করেন। ঝড়ো ব্যাটিং করে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৫১ রান। এবার চতুর্থ ইনিংসে জিততে হলে শ্রীলঙ্কাকে করতে হবে ৪৮৩ রান। সেখানে শ্রীলঙ্কা ৪৩ রানে ২ উইকেট হারিয়েছে। প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ৪২৭ রান, সেখানে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয় ১৯৬ রানে। ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ফের ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ওলি পোপ।