IPL Winners List: শনিবার শুরু আইপিএল, দেখে নিন গত মরশুম পর্যন্ত কোন দল কতবার শিরোপা জিতেছে
২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ জেতার এক বছর পর ভারতে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League)। অর্থাৎ ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল। ১১ বছর আগে শুরু হওয়া এই টুর্নামেন্ট ভারত ও বিশ্ব ক্রিকেট অনেক কিছুই দিয়েছে। ফুটবলের মতো পেশাদার লিগ আইপিএল-র হাতে ধরেই শুরু হয়েছিল। আইপিএল এখন বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগ হিসাবে বিবেচিত। এই টুর্নামেন্টে ৪ বার শিরোপা জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। তারাই সব চেয়ে সফল আইপিএল দল। ৩ বার শিরোপা জিতে চেন্নাই সুপার কিংস রয়েছে দ্বিতীয় স্থানে।
২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ জেতার এক বছর পর ভারতে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League)। অর্থাৎ ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়েছিল। ১১ বছর আগে শুরু হওয়া এই টুর্নামেন্ট ভারত ও বিশ্ব ক্রিকেট অনেক কিছুই দিয়েছে। ফুটবলের মতো পেশাদার লিগ আইপিএল-র হাতে ধরেই শুরু হয়েছিল। আইপিএল এখন বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগ হিসাবে বিবেচিত। এই টুর্নামেন্টে ৪ বার শিরোপা জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। তারাই সব চেয়ে সফল আইপিএল দল। ৩ বার শিরোপা জিতে চেন্নাই সুপার কিংস রয়েছে দ্বিতীয় স্থানে।
করোনার আবহে এবার আইপিএল (IPL 2020) হচ্ছে বিদেশের মাটিতে। ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) হবে আইপিএল। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। প্রতিটি দলই নিজেদের সেরা দল গড়েছে। প্রতিটি দলই রয়েছে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার। তাই জিততে মরিয়া সবাই, কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। আসুন দেখে নিন গত মরশুম পর্যন্ত কোন দল কতবার আইপিএল শিরোপা জিতেছে।
Year | Winner | Runner Up | Venue | Number of teams | Player of the Match | Player of the Series |
2019 | Mumbai Indians | Chennai Super Kings | Hyderabad | 8 | Jasprit Bumrah | Andre Russell |
2018 | Chennai Super Kings | Sunrisers Hyderabad | Mumbai | 8 | Shane Watson | Sunil Narine |
2017 | Mumbai Indians | Rising Pune Supergiants | Hyderabad | 8 | Krunal Pandya | Ben Stokes |
2016 | Sunrisers Hyderabad | Royal Challengers Bangalore | Bangalore | 8 | Ben Cutting | Virat Kohli |
2015 | Mumbai Indians | Chennai Super Kings | Kolkata | 8 | Rohit Sharma | Andre Russell |
2014 | Kolkata Knight Riders | Kings XI Punjab | Bangalore | 8 | Manish Pandey | Glenn Maxwell |
2013 | Mumbai Indians | Chennai Super Kings | Kolkata | 9 | Kieron Pollard | Shane Watson |
2012 | Kolkata Knight Riders | Chennai Super Kings | Chennai | 9 | Manvinder Bisla | Sunil Narine |
2011 | Chennai Super Kings | Royal Challengers Bangalore | Chennai | 10 | Murali Vijay | Chris Gayle |
2010 | Chennai Super Kings | Mumbai Indians | Mumbai | 8 | Suresh Raina | Sachin Tendulkar |
2009 | Deccan Chargers | Royal Challengers Bangalore | Johhanesburg | 8 | Anil Kumble | Adam Gilchrist |
2008 | Rajasthan Royals | Chennai Super Kings | Mumbai | 8 | Yusuf Pathan | Shane Watson |