IPL Auction 2025 Live

IPL Auction 2024 Live Streaming: আজ আইপিএলের নিলাম দেখবেন কোথায়? জানুন বিস্তারিত

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে

IPL Auction 2024 (Photo Credit: IPL/ X)

প্রতি বছর ভারত ও বিশ্ব ক্রিকেটপ্রেমীদের জন্য আইপিএলের নিলামই প্রথম উত্তেজনার সৃষ্টি করে। আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বহু প্রতীক্ষিত নিলাম আজ ১৯ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে। এই প্রথম ভারতের বাইরে আইপিএলের নিলাম আয়োজন করা হয়েছে। তার একমাত্র কারণ এই মুহূর্তে ভারতে বিয়ের মরসুম। আইপিএল-এর এক কর্তার মতে, বছরের এই সময়ে হোটেলের প্রাপ্যতা একটা সমস্যা হতে পারে, তাই তাঁরা দুবাইয়ে নিলামের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক ৩৩৩ জন ক্রিকেটারের পুল প্রকাশিত করা হয়েছে আগামী আইপিএলের খেলোয়াড়েরর জন্য। এই তালিকা থেকে ৭০ জন ক্রিকেটার নিলামে উঠবেন। সেখানে প্রথমে সবচেয়ে বেশী দাম থেকে সর্বনিম্ন বেস প্রাইজের খেলোয়াড়দের ব্যাচের নিলাম হবে এবং প্রত্যেক দল নিজেদের বাজেট অনুযায়ী খেলোয়াড় কিনতে পারবে। IPL Auction 2024: আগামী আইপিএলের নিলামে সর্বোচ্চ বেস প্রাইজে রয়েছেন কারা?

পরে যে সমস্ত খেলোয়াড় বিক্রি হবে না সেখান থেকেও বেস প্রাইজে পার্স এবং দলে প্রয়োজন অনুযায়ী ফ্র্যাঞ্চাইজিগুলি খেলোয়াড় কিনতে পারে। গত বছর নিলামের লড়াইয়ে স্যাম কারানকে ১৮.৫০ কোটি টাকায় কিনে নেয় পঞ্জাব কিংস, যা কিনা আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার। এইবছর মোট ১৪টি দেশের ৩৩৩ জন ক্রিকেটার আইপিএল নিলামে অংশ নিচ্ছেন। যার মধ্যে ২১৪ জন ভারতীয় ক্রিকেটার এবং ১১৯ জন বিদেশি ক্রিকেটার। নিলামের তালিকায় সহযোগী সদস্য দেশগুলোর দু'জন খেলোয়াড়ও রয়েছেন। তাঁদের মধ্যে ১১৬ ক্যাপড ও ২১৫ আনক্যাপড ক্রিকেটার রয়েছেন। নিলামে সর্বোচ্চ ২ কোটি টাকার বেস প্রাইস রয়েছে ২৩ জন ক্রিকেটারের।

কবে, কোথায় আয়োজিত হবে ২০২৪ আইপিএলের নিলাম?

১৯ ডিসেম্বর দুবাইয়ে কোকা-কোলা অ্যারেনায় (Coca-Cola Arena, Dubai) আয়োজিত হবে ২০২৪ আইপিএলের নিলাম।

কখন থেকে শুরু হবে ২০২৪ আইপিএলের নিলাম?

২০২৪ আইপিএলের নিলাম শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ০০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ২০২৪ আইপিএলের নিলাম

সরাসরি টিভিতে ২০২৪ আইপিএলের নিলাম ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ২০২৪ আইপিএলের নিলাম

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।