IPL Schedule 2024: আগামী ২২ মার্চ চেন্নাইয়ে শুরু আইপিএল, আজ প্রকাশিত হবে সূচি

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় সময় বিকেল ৫টায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম পর্বের সূচি ঘোষণা করবে বিসিসিআই। আইপিএল ২০২৪-এর সূচি ঘোষণা সরাসরি সম্প্রচার করা হবে JioCinema-এ

IPL Trophy Ceremony (Photo Credit: X)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) ১৭তম আসর চেন্নাইয়ে শুরু হতে চলেছে এবং Cricbuzz-এর রিপোর্ট অনুযায়ী, ২২ মার্চ থেকে শুরু হবে এই আইপিএল ২০২৪। আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমল (Arun Singh Dhumal) জানিয়েছেন, '২২ মার্চ থেকে চেন্নাইয়ে শুরু হবে লিগ।' চেন্নাই সুপার কিংস ফ্র্যাঞ্চাইজির সিইও কাশী বিশ্বনাথন (Kasi Viswanathan) ক্রিকবাজকে জানিয়েছেন, ম্যাচের আগে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে চেন্নাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করার সৌভাগ্য রয়েছে। মূলত, উদ্বোধনী ম্যাচে আগের মরসুমের ফাইনালিস্টদের ম্যাচই হয়ে থাকে, সে কারনেও ইঙ্গিত রয়েছে যে চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্সের ম্যাচ দিয়ে শুরু হবে এই মরসুম। তবে ধুমল বা বিশ্বনাথন কেউই নিশ্চিত করে বলতে পারেননি যে ২২ মার্চের প্রতিযোগিতা এই পুরনো রীতি অনুসরণ করবে কিনা। Tania Singh Suicide Case: মডেল তানিয়া সিংয়ের আত্মহত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ক্রিকেটার অভিষেক শর্মাকে তলব পুলিশের

আইপিএল ২০২৪ সূচি ঘোষণা

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় সময় বিকেল ৫টায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম পর্বের সূচি ঘোষণা করবে বিসিসিআই। আইপিএল ২০২৪-এর সূচি ঘোষণা সরাসরি সম্প্রচার করা হবে JioCinema-এ। ক্রিকেট বোর্ড প্রথম দুই সপ্তাহের সূচি প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে এবং বাকি ফিকশ্চার পরে প্রকাশ করা হবে। লোকসভা নির্বাচনের সঙ্গে সম্ভাব্য তারিখের সংঘর্ষের কারণে পিছিয়ে গিয়েছে আইপিএল ২০২৪-এর সূচি। জানা গেছে, যে শিডিউলটি তিনটি ভাগে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রথমটি ২২ ফেব্রুয়ারি বিকেল ৫টায় প্রকাশিত হবে। এই মরসুমে আইপিএলে ৭৪টি ম্যাচ অন্তর্ভুক্ত থাকবে এবং ২৬ মে ফাইনাল আয়োজিত হবে। গত আইপিএল মোট ৬০ দিন ধরে চলে তবে সাধারণ নির্বাচনের কারণে এবারের আইপিএল ৬৭ দিনের বেশি খেলা হবে বলে আশা করা হচ্ছে।