IPL 2020 Live Bengali Commentary on Disney Plus Hotstar: আজ থেকে ডিজনি প্লাস হটস্টারে সব আইপিএল ম্যাচের বাংলায় ধারাভাষ্য
এতদিন টেলিভিশনে বাংলায় ক্রিকেটের ধারাভাষ্য় শুনেছেন। এবার অনলাইন স্ট্রিমিংয়েও বাংলায় ধারাভাষ্য (Bengali Commentary) শুনতে পাবেন বাংলার ক্রিকেট প্রেমীরা। আর তা শুরু হচ্ছে আজকের আইপিএল (IPL 2020) ম্যাচ থেকে। আজ থেকেই ডিজনি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar) বাংলায় ধারাভাষ্য শোনা যাবে। ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি, লক্ষ্মী রতন শুক্লা এবং শরদিন্দু মুখোপাধ্যায় বাংলায় ধারাভাষ্য দেবেন। ১০ অক্টোবর থেকে শুরু হওয়া সব খেলার জন্য বাংলা ধারাভাষ্য ডিজনি প্লাস হটস্টারে পাওয়া যাবে। ডিজনি প্লাস হটস্টার আইপিএলের অফিসিয়াল ডিজিটাল স্ট্রিমিং পার্টনার।
নতুন দিল্লি, ৯ অক্টোবর: এতদিন টেলিভিশনে বাংলায় ক্রিকেটের ধারাভাষ্য় শুনেছেন। এবার অনলাইন স্ট্রিমিংয়েও বাংলায় ধারাভাষ্য (Bengali Commentary) শুনতে পাবেন বাংলার ক্রিকেট প্রেমীরা। আর তা শুরু হচ্ছে আজকের আইপিএল (IPL 2020) ম্যাচ থেকে। আজ থেকেই ডিজনি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar) বাংলায় ধারাভাষ্য শোনা যাবে। ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি, লক্ষ্মী রতন শুক্লা এবং শরদিন্দু মুখোপাধ্যায় বাংলায় ধারাভাষ্য দেবেন। ১০ অক্টোবর থেকে শুরু হওয়া সব খেলার জন্য বাংলা ধারাভাষ্য ডিজনি প্লাস হটস্টারে পাওয়া যাবে। ডিজনি প্লাস হটস্টার আইপিএলের অফিসিয়াল ডিজিটাল স্ট্রিমিং পার্টনার।
মনোজ তিওয়ারি ও লক্ষ্মী রতন শুক্লা, দুজনেরই আইপিএল খেলার অভিজ্ঞতা আছে। শুক্লা এক বিবৃতিতে বলেছেন, "আমি আইপিএল আগে খেলেছি। ধারাভাষ্যকার হিসাবে স্বপ্নের আইপিএল ২০২০-এ ফিরে আসতে পেরে সত্যিই আনন্দিত।" আরও পড়ুন: East Bengal Appoint Robbie Fowler As Head Coach: ইস্টবেঙ্গলের নতুন কোচ লিভারপুল কিংবদন্তি রবি ফাওলার
মনোজ তিওয়ারি বলেন, "যার খেলার অভিজ্ঞতা আছে তার চেয়ে ভালো ধারাভাষ্যকার আর কে হতে পারে! আমি একজন অফিসিয়াল ধারা ভাষ্যকার হিসাবে এই বছরের লিগে অংশ নিতে পেরে রোমাঞ্চিত। এখন প্রতিটি ম্যাচে বাংলার ধারাভাষ্য পাওয়া যাবে, তাই আগের তুলনায় দর্শকরা বেশি উপভোগ করবে।"