India-New Zealand Test Series 2021: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২ টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। কিউয়িদের বিরুদ্ধে ২টি টেস্ট খেলবে ভারত। প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্কে রাহানে। দ্বিতীয় টেস্টে দলে ফিরে দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের (India-New Zealand Test Series) জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। কিউয়িদের বিরুদ্ধে ২টি টেস্ট খেলবে ভারত। প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্কে রাহানে (Ajinkya Rahane)। দ্বিতীয় টেস্টে দলে ফিরে দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি (Virat Kohli )। বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মাকে।
এক নজরে ভারতীয় দল: অজিঙ্কে রাহানে (অধিনায়ক), চেতেশ্বর পূজারা (সহ অধিনায়ক), কেএল রাহুল, ময়াঙ্কা আগরওয়াল, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, ঋদ্ধিমান সাহা (উইকেট রক্ষক), কেএস ভরত (উইকেট রক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্সার প্যাটেল, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ।
NEW ZEALAND’s TEST TOUR OF INDIA I 2021-22 | |||
Day | Date | Match | Venue |
Thursday | 25th Nov 2021 | 1st Test | Kanpur |
Friday | 3rd Dec 2021 | 2nd Test | Mumbai |
ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২টি টেস্ট খেলবে ভারত। প্রথম টেস্ট ২৫ নভেম্বর থেকে কানপুর শুরু হবে। ৩ ডিসম্বর থেকে মুম্বইয়ে শুরু হবে দ্বিতীয় টেস্ট।