রবিবার ভারত-নিউজিল্যান্ড ম্যাচের আগে 'ইডেন বেল' বাজাবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়
রবিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচ। ওইদিন ম্যাচ শুরু আগে 'ইডেন বেল' (Eden Bell) বাজাবেন বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বৃহস্পতিবার সিএবি (Cricket Association of Bengal)-র তরফে একথা জানানো হয়েছে। সিএবি সভাপতি পদে থাকাকালীন ২০১৬ সালে ইডেন গার্ডেন্সে 'ইডেন বেল' বসিয়েছিলেন সৌরভ। ২০১৬ সালের নভেম্বরে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্টের সময় 'ইডেন বেল'-র উদ্বোধন করা হয়।
কলকাতা, ১৮ নভেম্বর: রবিবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচ। ওইদিন ম্যাচ শুরু আগে 'ইডেন বেল' (Eden Bell) বাজাবেন বিসিসিআই (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বৃহস্পতিবার সিএবি (Cricket Association of Bengal)-র তরফে একথা জানানো হয়েছে। সিএবি সভাপতি পদে থাকাকালীন ২০১৬ সালে ইডেন গার্ডেন্সে 'ইডেন বেল' বসিয়েছিলেন সৌরভ। ২০১৬ সালের নভেম্বরে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্টের সময় 'ইডেন বেল'-র উদ্বোধন করা হয়।
প্রথমবার বেল বাজিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার কপিল দেব। পরে বিভিন্ন ম্যাচের সময়ে এই বেল বাজিয়েছেন সুনীল গাভাসকর, নাসির হুসেন, মহম্মদ আজহারউদ্দিন-সহ অন্যরা। ২০১৯ সালে ভারত বনাম বাংলাদেশ দিন-রাতের টেস্টের সময় 'ইডেন বেল' বাজিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মমতা বন্দোপাধ্যায়। আরও পড়ুন: Indonesia Masters 2021: ইন্দোনেশিয়া মাস্টার্স-র কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন পি ভি সিন্ধু
বুধবার তিন ম্যাচের সিরিজের প্রথম টি-২০ তে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ভারতীয় দল। নিউজিল্যান্ডের ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সূর্যকুমার যাদব (৬২) এবং রোহিত শর্মা (৪৮) ব্যাটে ভর করে ৫ উইকেট বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত। শুক্রবার রাঁচিতে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলা হবে।