IND W vs AUS W 2nd ODI Result: ব্যর্থ রিচা ঘোষের চেষ্টা, ৩ রানে হেরে অজিদের বিপক্ষে সিরিজ হারল ভারত

এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ছয় উইকেটে জেতে তারা। আগামী ২ জানুয়ারি দুই দলের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৫, ৭ ও ৯ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

IND W vs AUS W (Photo Credit: BCCI Women/ X)

শনিবার (৩০ ডিসেম্বর) মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার মহিলা দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয়। এই ম্যাচে তিন রানে হেরেছে টিম ইন্ডিয়া। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি (Alyssa Healy)। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৮ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৫ রান তুলতে সক্ষম হয় ভারতের মেয়েরা। অস্ট্রেলিয়ার পক্ষে ফোবি লিচফিল্ড (Phoebe Litchfield) ৬৩ ও এলিস পেরি (Ellyse Perry) ৫০ রান করেন। ভারতের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট নেন দীপ্তি শর্মা (Deepti Sharma)। এছাড়া ভারতের হয়ে রিচা ঘোষ (Richa Ghosh) ৯৬ ও জেমিমা রদ্রিগেজ (Jemimah Rodrigues) ৪৪ রান করেন। অস্ট্রেলিয়ার আনাবেল সাদারল্যান্ড (Annabel Sutherland) ৩টি ও জর্জিয়া ওয়ারহ্যাম (Georgia Wareham) ২টি উইকেট নেন। IND W vs AUS W: বিশ্ব চ্যাম্পিয়ন অজিদের বিরুদ্ধে বাংলার দীপ্তির ৫ উইকেট, পেরি-হেলিদের ২৫৮ রান

ইয়াস্তিকা ভাটিয়া (Yastika Bhatia) ২৬ বলে ১৪ রান করে এলবিডব্লিউ আউট হন তিনি। এরপর ৩৮ বলে ৩৪ রান করে আউট হন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। জেমিমা রদ্রিগেজ ৫৫ বলে করেন ৪৪ রান করে জর্জিয়া বিয়ারহ্যামের বলে ক্যাচ দেন। হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) ১০ বলে ৫ রান করে বিয়ারহ্যামের বলে আউট হন। ৪৪তম ওভারে আউট হন রিচা ঘোষ। সেঞ্চুরি মিস করেছেন তিনি, রিচা ৯৬ রান করে আউট হন। ১১৭ বলে ১৩টি চার হাঁকিয়েছেন তিনি। সাদারল্যান্ডের বলে শতকের ৪ রান আগেই ধরা পড়েন রিচা। তার আউটের পর ভারতের দখল দুর্বল হয়ে পড়ে। আমানজোত কৌর ৪, পূজা বস্ত্রকর ৮ ও হারলিন দেওল ১ রান করেন। মাত্র ৩ রান আগেই থেমে যেতে বাধ্য হয় ভারত।

এই জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ছয় উইকেটে জেতে তারা। আগামী ২ জানুয়ারি দুই দলের মধ্যকার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ৫, ৭ ও ৯ জানুয়ারি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

দেখুন স্কোরকার্ড