IND W vs AUS W 1st T20I Result: তিতাসের ৪ উইকেটে অজি মহিলাদের হারিয়ে টি-২০ সিরিজে এগিয়ে ভারত

ওয়ানডে সিরিজের ৩-০ ব্যবধানে হারার পর টি-২০ সিরিজে ঘুরে দাঁড়িয়েছে ভারতের মহিলা দল। আগামী রবিবার একই মাঠে ফের মুখোমুখি হবে দুই দল।

Titas Sadhu (Photo Credit: BCCI Women/ X)

নবি মুম্বইয়ের ডক্টর ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ৯ উইকেটে জয় পেয়েছে ভারত। অস্ট্রেলিয়া মহিলা দল ১৯.২ ওভারে ১৪১ রান তোলে। ফিবি লিচফিল্ড (Phoebe Litchfield) সর্বোচ্চ ৪৯ রান করেন। তিতাস সাধু (Titas Sadhu) ১৭ রানে ৪ উইকেট নিয়ে ভারতকে অনেকটা এগিয়ে দেন। জবাবে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে ১ উইকেটে ১৪৫ রান করে ভারত। স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) ৫৪ ও শেফালি ভার্মা (Shafali Verma) ৬৪ রানে অপরাজিত থাকেন। মন্ধনা ও ভার্মার জুটি ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং এখন ভারত সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। প্রথমেই অজি মহিলাদের উইকেট নিয়ে কাবু করে দেওয়া তিতাস সাধু ম্যাচসেরা হয়েছেন। AUS vs PAK 3rd Test Day 3 Stumps: সিডনি টেস্টে জামাল-হ্যাজেলউডের অসামান্য পেস আক্রমণ, জয়ের পথে অজিরা

জয়ের পর তিতাস বলেন, 'এটা এখন একটা রেওয়াজ হয়ে গেছে যে, এই পুরস্কার যেই জিতবে তাকে একটা পার্টি দিতে হবে, যেহেতু আমি আজ রাতে ৩টি পুরস্কার জিতেছি। আমার ৩ টি পাওনা আছে। এটা আমার জন্য দীর্ঘ সিরিজ, টেস্ট ও ওয়ানডে সিরিজের সময় আমি বাইরে বসে ছিলাম। আজ খেলতে পেরে আমি খুশি। ভাগ্যিস দ্বিতীয় ওভারেই ২ উইকেট পেলাম আর বল করার জন্য ভাল উইকেট ছিল। এখানে শিশির একটা বড় ফ্যাক্টর।' ওয়ানডে সিরিজের ৩-০ ব্যবধানে হারার পর টি-২০ সিরিজে ঘুরে দাঁড়িয়েছে ভারতের মহিলা দল। আগামী রবিবার একই মাঠে ফের মুখোমুখি হবে দুই দল।

দেখুন স্কোরকার্ড