IND vs SA 3rd ODI Result: সঞ্জুর শতক! দক্ষিণ আফ্রিকার মাঠে প্রোটিয়াদের হারিয়ে সিরিজ জয় ভারতের

সিরিজে ১০ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন অর্শদীপ সিং। ১১৪ বলে ১০৮ রান করে ম্যাচের সেরা হয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)

India ODI Cricket (Photo Credit: BCCI/ X)

টি-টোয়েন্টি সিরিজ ১-১ ব্যবধানে ড্র করার পর ২২ ডিসেম্বর পার্লে তৃতীয় ওয়ানডেতে ৭৮ রানে প্রোটিয়াদের পরাজিত করে লোকেশ রাহুলের (KL Rahul) নেতৃত্বাধীন ভারতীয় দল ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় করে। ২৯৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪৫.৫ ওভারেই সব উইকেট হারায় প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার পক্ষে টনি ডি জরজি (Tony de Zorzi) সর্বোচ্চ ৮১ রান করেন। এডেন মার্করামও (Aiden Markram) ৩৬টি গুরুত্বপূর্ণ রান করেন। এ ছাড়া তৃতীয় ম্যাচে আর কোনো ব্যাটসম্যানই জ্বলে উঠতে পারেননি। ভারতের হয়ে অর্শদীপ সিং (Arshdeep Singh) ৪টি, আবেশ খান (Avesh Khan) ও ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) ২টি করে উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল (Axar Patel) ও মুকেশ কুমার (Mukesh Kumar)। সিরিজে ১০ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন অর্শদীপ সিং। ১১৪ বলে ১০৮ রান করে ম্যাচের সেরা হয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। Ram Siya Ram Song Played In South Africa: কেশব মহারাজকে দেখে মাঠে 'রাম সিয়া রাম', দেখুন কেএল রাহুলের প্রতিক্রিয়া

দেখুন স্কোরকার্ড

সঞ্জু স্যামসনের দুর্দান্ত সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আট উইকেটে ২৯৬ রান করে ভারত। স্যামসনের শতক করে আউট হওয়ার আগে ভারত দুই ওপেনারকে হারায়। রিঙ্কু সিংহও (Rinku Singh) ২৭ বলে ৩৮ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে বিউরান হেনড্রিক্স (Beuran Hendricks) ৬৩ রানে ৩ উইকেট নেন। এছাড়া নান্দ্রে বার্গার (Nandre Burger) ৬৪ রানে ২ উইকেট নেন। এর আগে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। গতকাল ভারতের হয়ে ওপেনার রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) জায়গায় নেমেছিলেন রজত পাটিদার (Rajat Patidar)। দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান গায়কোয়াড়।