IND vs ENG 5th Test Result: ধর্মশালাতেও জারি ভারতের দাপট! ইংল্যান্ডকে ইনিংসে হারিয়ে একতরফা সিরিজ জয় রোহিতদের

মাত্র ১৯৫ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড ইনিংস এবং ৬৪ রানে ম্যাচ হেরে যায়, একইসঙ্গে ভারতে ইংল্যান্ডের সফর ৪-১ ব্যবধানে শেষ হয়

IND Test Team (Photo Credit: BCCI/ X)

কুলদীপের ওভারের প্রথম বলে রুট বড় শট মারতে গিয়ে বুমরাহর হাতে ক্যাচ দিয়ে ইংল্যান্ডের ইনিংসের ইতি টানেন। রুট ১২৮ বলে ৮৪ রানের সাহসী ইনিংস খেলেন কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ডের বাকি ব্যাটসম্যানরা আত্মসমর্পণ করায় তাকে সমর্থন করার কেউ ছিল না। ঘরের মাঠে টানা ১৭তম টেস্ট সিরিজ জিতেছে ভারত আজ সবচেয়ে খুশী। সফরকারীদের দ্বিতীয় ইনিংসের প্রথম ১০ ওভারে ইংল্যান্ডের টপ থ্রি গুঁড়িয়ে দেয় রবিচন্দ্রন অশ্বিনের বোলিং৷ আজ ভারত ৪৭৭ রানে অলআউট হয়ে যায় এবং ২৫৯ রানের লিড নেয়৷ শেষ পর্যন্ত লাঞ্চের আগের  মাত্র অর্ধেক সেশনের মধ্যে তারা পাঁচ উইকেট হারায়।  অশ্বিন মোট পাঁচটি উইকেট নেন এবং কুলদীপ-বুমরাহ দুটি উইকেট নেন এবং ইংল্যান্ডের ইনিংসের পরাজয় নিশ্চিত করেন। মাত্র ১৯৫ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড ইনিংস এবং ৬৪ রানে ম্যাচ হেরে যায়, একইসঙ্গে ভারতে ইংল্যান্ডের সফর ৪-১ ব্যবধানে শেষ হয়। James Anderson 700 Wickets: টেস্ট জিমির ৭০০ উইকেট! প্রথম পেসার হিসেবে মাইলফলক স্পর্শ অ্যান্ডারসনের

এর আগে জেমস অ্যান্ডারসন সকালে নিশ্চিত করেন যে কুলদীপ যাদব এবং জসপ্রীত বুমরাহ যেন বেশী রান করতে না পারেন। কুলদীপকে আউট করে মুথইয়া মুরালিধরন ও শেন ওয়ার্নের পর তৃতীয় বোলার হিসেবে টেস্টে ৭০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন, এছাড়া ইংল্যান্ডের তরুণ পেসার শোয়েব বশির পাঁচ উইকেট নেন। গতকাল শেষ সেশনে ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশিরের এবং টম হার্টলির উইকেটের সুবাদে ভারত কিছুটা বিপাকে পড়লেও শেষের দিকে এসে হাল ধরার চেষ্টা করেন কুলদীপ এবং বুমরাহ। এর আগে অভিষেক টেস্টেই অর্ধশতক করেন পাডিক্কল। রাঁচি টেস্টে সফল না হলেও এই টেস্ট ফর্মে ফিরে অর্ধশতক করেছেন সরফরাজ আহমেদ। বেন স্টোকস অবশেষে গত বছর অ্যাসেজের পর প্রথমবারের মতো বোলিং করেন এবং রোহিতকে তার ওভারের প্রথম বলেই ১৬২ বলে ১০৩ রানে আউট করেন।

স্টোকস ১৭১ রানের পার্টনারশিপের সমাপ্তি ঘটানোর পরের ওভারেই অ্যান্ডারসন ১৫০ বলে ১১০ রানে করা শুভমনকে আউট করেন। শুরু থেকেই ভারত তাদের চাপ ইংল্যান্ডের ওপর বজায় রাখতে সক্ষম হয় এবং অবশেষে দ্বিতীয় সেশন থেকেই ম্যাচে এগিয়ে যায়। বৃহস্পতিবার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান টেস্ট সিরিজে ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল তার দুর্দান্ত ফর্ম অব্যাহত রাখেন এবং তাঁর পঞ্চম ম্যাচে চতুর্থ হাফসেঞ্চুরি করেন। এদিকে ভালো শুরু করলেও ২১৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। অশ্বিনের চার উইকেটের পাশাপাশি কুলদীপ যাদবের পাঁচ উইকেট ইংল্যান্ডের ব্যাটিংয়ে ফের ধস নামায়।

দেখুন স্কোরকার্ড