IND vs AUS, WTC Final 2023, Day 2 Lunch Break: ঘুরে দাঁড়িয়েছে ভারতের পেসাররা, তবুও অজিদের স্কোর-৪২২/৭

১২১ রান করে শার্দুল ঠাকুরের বলে বোল্ড হয়ে ফিরে যান স্মিথ

IND vs AUS (Photo Credit: BCCI/ Twitter)

আজ ৮ জুন লন্ডনের কেনিংটন ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর ফাইনালের দ্বিতীয় দিনে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে ভারতের পেসাররা। ট্রাভিস হেডকে ১৬৩ রানে ফেরান মহম্মদ সিরাজ। স্টিভ স্মিথ তাঁর কেরিয়ারের ৩১তম শতক সম্পূর্ণ করেন। হেড এবং স্মিথ ২৮৫ রানের পার্টনারশিপ করে অজিদের কিছুটা খেলায় এগিয়ে রাখে। এরপর ১২১ রান করে শার্দুল ঠাকুরের বলে বোল্ড হয়ে ফিরে যান স্মিথ। ক্যামেরন গ্রিনকে মাত্র ৬ রানে মহম্মদ শামি আউট করেন। ফিল্ডিংয়ে সাবস্টিটিউট হিসেবে আসা অক্ষর প্যাটেল রান আউট করেন মিচেল স্টার্ককে। এই মুহূর্তে ২২ রানে ক্রিজে রয়েছেন অ্যালেক্স ক্যারি এবং ২ রানে রয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স।

প্রথম দিন স্টিভ স্মিথের অপরাজিত ৯৫ ও ট্রেভিস হেডের ১৪৬ বলের সেঞ্চুরিতে ভর করে ২৫১ রানের পার্টনারশিপ করে অস্ট্রেলিয়া। প্রথম দিনের দ্বিতীয় সেশনে প্যাট কামিন্সের দল ৩ উইকেটে ৭৬ রান করার পর চতুর্থ উইকেটের জন্য গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েছেন এই জুটি। প্রথম সেশনে উসমান খাজাকে ০ রানে প্যাভিলিয়নে পাঠান মহম্মদ সিরাজ এবং ৪৩ রানে শার্দূলের বলে আউট হন ওয়ার্নার। দ্বিতীয় সেশনের শুরুতেই লাবুশানেকে ২৬ রানে ফেরান মহম্মদ শামি। আজ টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত ভারতের। দলে জায়গা হয়নি রবি অশ্বিনের।



@endif