IND vs AUS Delhi Test, Day 1 Stumps: দিনের শেষে বিনা উইকেট খুইয়ে ক্রিজে দাঁড়িয়ে রোহিত-রাহুল, পিছিয়ে ২৪২ রানে
প্রথম দিনের শেষে কোনো উইকেট না খুইয়ে ২১ রানে ফিরেছে ভারত। কাল সকালে ফের ব্যাটিং করতে নামবেন রোহিত-রাহুল। এর আগে পিটার হ্যান্ডসকম্বের ৭২ রানের জেরে ২৬৩ রান করে অজিরা।
আজ ১৭ ফেব্রুয়ারি থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium) শুরু হয়েছে বর্ডার-গাভাস্কর ট্রফির (Border Gavaskar Trophy) দ্বিতীয় টেস্ট। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথম দিনের শেষে কোনো উইকেট না খুইয়ে ২১ রানে ফিরেছে ভারত। কাল সকালে ফের ব্যাটিং করতে নামবেন রোহিত-রাহুল। এর আগে পিটার হ্যান্ডসকম্বের ৭২ রানের জেরে ২৬৩ রান করে অজিরা। তৃতীয় সেশনের শুরুতে সপ্তম উইকেটে পিটার হ্যান্ডসকম্ব ও প্যাট কামিন্স ৫০ রানের বেশি জুটি গড়েন। কিন্তু কামিন্স ফিরে গেলে একা হ্যান্ডসকম্বের ওপর সব ভার এসে পড়ে। দ্বিতীয় সেশনে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা জোড়া উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দেয় ভারত।
তিন বল বাকি থাকতেই মার্নাস লাবুশানে ও স্টিভ স্মিথের উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। উসমান খোয়াজা অর্ধশতরান করতে পারলেও অন্য প্রান্তে উইকেট পড়তে থাকে। তবে কে এল রাহুলের ক্যাচের সৌজন্যে ৮১ রানে ফিরে যান তিনি, তাঁর সঙ্গে রবীন্দ্র জাদেজার ২৫০ টেস্ট উইকেটের মাইলফলক স্পর্শ হয়। আউট হওয়ার আগে পিটার হ্যান্ডসকম্বের সঙ্গে তাঁর স্থায়ী জুটি গড়েছিলেন তিনি। প্রথম সেশনের শেষের দিকে একই ওভারে মার্নাস লাবুশানে ও স্টিভ স্মিথ রবিচন্দ্রন অশ্বিনের বলে উইকেট হারিয়ে ফিরে যান। প্রথমে ব্যাট করতে নেমে উসমান খোয়াজা ও ডেভিড ওয়ার্নার ৫০ রানের উদ্বোধনী জুটি গড়েন। প্রথম টেস্টের তুলনায় ওপেনারদের পারফরম্যান্স ভালো হলেও পেসার মহম্মদ সিরাজ ও মহম্মদ শামির বিরুদ্ধে ওয়ার্নারকে কখনই স্বচ্ছন্দ মনে হয়নি। শামিই শেষ পর্যন্ত ওয়ার্নারকে আউট করেন।