AFG Squad, IND vs AFG: ভারতের বিপক্ষে টি-২০ সিরিজের দল ঘোষণা আফগানদের, নেতৃত্বে ইব্রাহিম জাদরান
আফগানিস্তানের নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক রাশিদ খানকে দলে রাখা হলেও সদ্য চোট থেকে ফেরায় তিনি মূল দলের অংশ হবেন কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে
আগামী ১১ জানুয়ারি থেকে মোহালিতে শুরু হতে চলা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৯ সদস্যের আফগানিস্তান জাতীয় দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB)। আফগানিস্তানের নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক রাশিদ খানকে (Rashid Khan) দলে রাখা হলেও সদ্য চোট থেকে ফেরায় তিনি মূল দলের অংশ হবেন কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে। এদিকে, শারজাহায় সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে নেতৃত্ব দেওয়া ইব্রাহিম জাদরান (Ibrahim Zadran) ভারতের বিরুদ্ধেও আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে সদ্যসমাপ্ত তিন ম্যাচের টি-২০ সিরিজে ছিলেন না মুজিব উর রহমান (Mujeeb Ur Rahman), তিনিও ভারতের বিপক্ষে দলে ফিরেছেন। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে রিজার্ভে থাকা ইকরাম আলিখিলকে (Ikram Alikhil) ব্যাকআপ উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে মূল দলে উন্নীত করা হয়েছে। ১১ থেকে ১৭ জানুয়ারি মোহালি, ইন্দোর ও বেঙ্গালুরুতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানরা। Rinku Singh: এবার রঞ্জিতেও রিঙ্কু শো
আফগানিস্তানের স্কোয়াড- ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), হযরতুল্লাহ জাজাই, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মহম্মদ নবী, করিম জানাত, আজমাউল্লাহ ওমরজাই, শরাফউদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী, ফরিদ আহমদ, নবীন উল হক, নূর আহমদ, মহম্মদ সেলিম, কায়েস আহমদ, রশিদ খান ও গুলবাদিন নাইব।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)