Latest ICC Test Rankings: টেস্টে নতুন এক নম্বর ব্যাটার হ্যারি ব্রুক, শীর্ষ দশে ফিরলেন ট্রাভিস হেড

হ্যারি ব্রুকের বর্তমান রেটিং পয়েন্ট ৮৯৮ যা সচিন তেন্ডুলকরের সমান। এটি টেস্ট ব্যাটারদের জন্য সর্বকালের ৩৪তম সর্বোচ্চ রেটিং। নিউজিল্যান্ডে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্ট শেষে জো রুটের চেয়ে মাত্র এক পয়েন্টে এগিয়ে আছেন তরুণ এই ব্যাটিং তারকা

Harry Brook (Photo Credit: England Cricket/ X)

ICC Test Rankings: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদ্য প্রকাশিত টেস্ট র‍্যাঙ্কিংয়ে নতুন নাম্বার ওয়ান ব্যাটসম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক (Harry Brook)। ২৫ বছর বয়সী ব্রুক তার সতীর্থ জো রুটকে টপকে ব্যাটিং অর্ডারের শীর্ষে উঠে কেরিয়ারে প্রথমবারের মতো পুরুষদের টেস্ট ব্যাটিংয়ের শীর্ষে উঠেছেন। হ্যারি ব্রুকের বর্তমান রেটিং পয়েন্ট ৮৯৮ যা সচিন তেন্ডুলকরের সমান। এটি টেস্ট ব্যাটারদের জন্য সর্বকালের ৩৪তম সর্বোচ্চ রেটিং। নিউজিল্যান্ডে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্ট শেষে জো রুটের চেয়ে মাত্র এক পয়েন্টে এগিয়ে আছেন তরুণ এই ব্যাটিং তারকা। কেরিয়ারে নয়বার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা জো রুট ২০২৪ সালের জুলাইয়ে কেন উইলিয়ামসনকে টপকে যাওয়ার পর প্রথমবারের মতো শীর্ষস্থান ছাড়লেন। তবে টেস্ট ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন হ্যারি ব্রুক। ২৩ টেস্টে ৬১.৬২ গড় ও আটটি সেঞ্চুরিতে ২২৮০ রান করেছেন এই তরুণ ব্যাটার। Joe Root Century: জারি অসাধারণ ফর্ম, টেস্টে ৩৬তম সেঞ্চুরি জো রুটের; দেখুন ভিডিও

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং

আগামী ১৪ ডিসেম্বর হ্যামিল্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার তারকা ট্রাভিস হেড (ছয় ধাপ এগিয়ে পঞ্চম স্থানে) এবং দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা (তিন ধাপ এগিয়ে সপ্তম স্থানে) নিজ নিজ দেশের হয়ে ব্যাট হাতে শক্তিশালী অবদান রাখার পরে টেস্ট ব্যাটারদের শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন। অন্যদিকে প্রাক্তন এক নম্বর ব্যাটার মার্নাস লাবুশেন তিন ধাপ উন্নতি করে ১৩তম স্থানে উঠে এসেছেন। অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার ১০ উইকেটের জয়ে ভারতীয় বোলিং আক্রমণে আঘাত হানেন হেড। মাত্র ১৪১ বলে ১৪০ রান করে প্রথম ইনিংসে ভারতীয়দের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নেন তিনি।