PAK vs ENG Multan Test: মুলতান টেস্টে নজিরের নজির গড়া জয় ইংল্যান্ডের, দেশের মাটিতে টানা ৩টি টেস্টে হার পাকিস্তানের

৮২৩ রান করে নজির গড়া মুলতান টেস্টে স্মরণীয় জয় পেল ইংল্যান্ড। একেবারে পাটা পিচে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে মাত্র ২২০ রানে অল আউট করে জিতল ওলি পোপের দল।

England beats Pakistan by Innings and 47 Runs. (Photo Credits:X )

মুলতান, ১১ অক্টোবর: ৮২৩ রান করে নজির গড়া মুলতান টেস্টে স্মরণীয় জয় পেল ইংল্যান্ড। একেবারে পাটা পিচে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে মাত্র ২২০ রানে অল আউট করে জিতল ওলি পোপের দল। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে ইংল্যান্ড জিতল এক ইনিংস ও ৪৭ রানে। প্রথম ইনিংসে ৫০০-র বেশী রান করেও হারল পাকিস্তান। প্রথম ইনিংসে ৫০০ রান করেও হারা টেস্ট ইতিহাসের প্রথম দল হল পাকিস্তান। শুক্রবার ম্যাচের শেষ দিনে ৬ উইকেটে ১৫২ থেকে শেষ অবধি ২২০ রানে অল আউট হল শন মাসুদের দল। সপ্তম উইকেটে সলমন আঘা (৬৬) ও আমের জামেল (৫৫ অপরাজিত) ১০৯ রানের পার্টনারশিপ করলেও দলের হার রুখতে পারলেন না। ইংল্যান্ডের তারকা স্পিনার জ্যাক লিচ ৩০ রানে ৪টি উইকেট নিয়ে দলকে জেতালেন।

প্রথম ইনিংসে পাকিস্তান করেছিল ৫৫৬ রান। জবাবে ইংল্যান্ড ৭ উইকেটে ৮২৩ রান করে ডিক্লেয়ার করে। ২৬৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে পাকিস্তান ৫৪.৫ ওভার খেলে ২২০ রানে অল আউট হয়ে যায়। প্রথম ইনিংসে পাকিস্তানের তিনজন সেঞ্চুরি করেছিলেন। কিন্তু তারপরেও শন মাসুদ, বাবর আজমদের হারতে হল। দেশের মাটিতে এটা নিয়ে টানা তিনটি টেস্টে হার হল পাকিস্তানের। বাংলাদেশের কাছে টানা দুটো টেস্টে হারের পর ইংল্যান্ডও এবার শন মাসুদের দলকে হারাল। পাকিস্তান-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় খেলা এবার ১৫ অক্টোবর, মঙ্গলবার মুলতানে শুরু হবে।

মাইলস্টোন গড়া জয় ইংল্যান্ডের

এশিয়ার মাটিতে ইংল্যান্ডের এটি দ্বিতীয়বার এক ইনিংসের ব্যবধানে জয়। শেষবার এশিয়ায় ইংল্যান্ডে ইনিংসে টেস্ট জিতেছিল ১৯৭৬ সালে। মুলতান টেস্ট সবদিক থেকেই স্মরণীয় হয়ে থাকল ইংল্যান্ডের কাছে। ব্রিটিশদের কাছে মুলতান টেস্টের জয়কে স্মরণীয় হল যেসব কারণে-১) ৮৬ বছরের মধ্যে এক ইনিংসে ইংল্যান্ডের সর্বোচ্চ রানের ইনিংস (৮ উইকেটে ৮২৩ রান), ২) ৩৪ বছর পর ইংল্যান্ডের ব্যাটসম্যান হিসেবে টেস্টে এক ইনিংসে ত্রিশতরানের ইনিংস (হ্যারি ব্রুক ৩১৭ রান ), ৩) জো রুটের ডবল সেঞ্চুরি, ৪) টেস্টের ইতিহাসে ইংল্যান্ডের সর্বকালের সর্ধাবিক রান সংগ্রহকারী (আলিস্টার কুককে টপকে জো রুট),৫) টেস্টের ইতিহাসে যে কোনও উইকেটে সর্বকালের সর্বাধিক রানের পার্টনারশিপ (রুট ও ব্রুক ৪৫৪ রান যোগ করেন)।

৩১৭ রানের ইনিংস খেলে মুলতান টেস্টে ম্যাচের সেরা হলেন ব্রুক। পাকিস্তানের মাটিতে ব্রুক ৬টি ইনিংস খেলে চারটি সেঞ্চুরি করলেন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now