David Warner: দিওয়ালিতে ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরি ধামাকা, ম্যাক্সওয়েলের রোশনাই, দেশের মাটিতে টি২০-তে সর্বোচ্চ স্কোর অস্ট্রেলিয়ার

গোটা অ্যাসেজ সিরিজে অত্যন্ত খারাপ খেলে লজ্জার নজির গড়া অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার ফর্মে ফিরে কাঁপিয়ে দিলেন। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়ার্নার দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন। আজই আবার ওয়ার্নারের জন্মদিন।

ঝকঝকে সেঞ্চুরি ডেভিড ওয়ার্নারের। (Photo Credits: Getty Images)

অ্যাডিলেড, ২৭ অক্টোবর: গোটা অ্যাসেজ সিরিজে অত্যন্ত খারাপ খেলে লজ্জার নজির গড়া অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner) ফর্মে ফিরে কাঁপিয়ে দিলেন। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ওয়ার্নার দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন। আজই আবার ওয়ার্নারের জন্মদিন। ৫৬ বলে অপরাজিত সেঞ্চুরি করে 'বার্থ ডে বয়' ওয়ার্নার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তাঁর প্রথম সেঞ্চুরিটা করে ফেললেন। ইনিংসের একেবারে শেষ বলে সেঞ্চুরি করেন এই অজি বাঁ হাতি তারকা ওপেনার।

ইনিংসের শুরু থেকেই মারমুখি ছিলেন ওয়ার্নার। প্রথমে ফিঞ্চের সঙ্গে ওপেনিং পার্টনারশিপে ৬৫ বলে ১২২ রান য়োগ করার পর, তিনে নামা গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) কে নিয়ে ওয়ার্নার দলের রান দারুণ জায়গায় নিয়ে যান। অস্ট্রেলিয়া নির্ধারিত কুড়ি ওভারে করে ২৩৩ রান। দেশের মাটিতে এটাই টি টোয়েন্টি-তে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্কোর। আরও পড়ুন- সৌরভ গাঙ্গুলিকে নিয়ে কী বললেন রবি শাস্ত্রী

A brilliant 100* from David Warner and quick fifties from Aaron Finch and Glenn Maxwell power Australia to 233/2 – their highest T20I total at home.

ওয়ার্নারের সেঞ্চুরি, গ্লেন ম্য়াক্সওয়েলের ২৩ বলে হাফ সেঞ্চুরি, অ্যারন ফিঞ্চের ৩৪ বলে ৬৪ রানের সহায়তায় শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে করে ২ উইকেটে ২৩৩ রান।