CSK vs RR IPL 2020 Live Streaming: কোথায়, কখন দেখবেন চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের সরাসরি সম্প্রচার
আজ আইপিএলে (IPL 2020) শেখ জায়েদ স্টেডিয়ামে টুর্নামেন্টের ৩৭ তম ম্যাচেমুখোমুখি নামছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। টুর্নামেন্টে ৯ ম্যাচের মধ্যে দুই দলই ছ'টি করে ম্যাচ হেরেছে। দু'দলই পয়েন্ট টেবিলের তলানিতে। সাত ও আট নম্বরে, এই অবস্থায় ত্রয়োদশ আইপিএলে আজ। সিএসকের অধিনায়ক এম এস ধোনি অন্যদিকে রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথ। আপাতত আইপিএলে ৭ নম্বরে দাঁড়িয়ে রয়েছে টিম সিএসকে। তবে আরআর আরও নিচে।
আজ আইপিএলে (IPL 2020) শেখ জায়েদ স্টেডিয়ামে টুর্নামেন্টের ৩৭ তম ম্যাচেমুখোমুখি নামছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। টুর্নামেন্টে ৯ ম্যাচের মধ্যে দুই দলই ছ'টি করে ম্যাচ হেরেছে। দু'দলই পয়েন্ট টেবিলের তলানিতে। সাত ও আট নম্বরে, এই অবস্থায় ত্রয়োদশ আইপিএলে আজ। সিএসকের অধিনায়ক এম এস ধোনি অন্যদিকে রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথ। আপাতত আইপিএলে ৭ নম্বরে দাঁড়িয়ে রয়েছে টিম সিএসকে। তবে আরআর আরও নিচে।
চেন্নাই সুপার বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি কখন আছে?
চেন্নাই সুপার বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ ১৯ অক্টোবর, সোমবার।
চেন্নাই সুপার বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ খেলা কোথায় হবে?
চেন্নাই সুপার বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ শেখ জায়েদ স্টেডিয়ামে হবে।
চেন্নাই সুপার বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ কখন শুরু হবে?
চেন্নাই সুপার বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি শুরু হবে সন্ধে সাড়ে ৭টায়। টস ৭টায়।
চেন্নাই সুপার বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ কোন টিভি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে?
চেন্নাই সুপার বনাম রাজস্থান রয়্যালস ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ১ সিলেক্ট ছাড়াও এইচডি চ্যানেলগুলিতে দেখা যাবে। এছাড়াও হিন্দি ধারাভাষ্য শোনা যাবে স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি। আঞ্চলিক ভাষাতেও ধারাভাষ্য শোনা যাবে। স্টার স্পোর্টস ১ তামিল, স্টার স্পোর্টস ১ তেলেগু, স্টার স্পোর্টস ১ কন্নড়, স্টার স্পোর্টস ১ বাংলা চ্যানেলে। বাংলা ধারাভাষ্য সহ খেলা দেখা যাবে জলসা মুভিজ চ্যানেলে।
চেন্নাই সুপার বনাম রাজস্থান রয়্যালস ম্যাচ লাইভ স্ট্রিমিং কীভাবে দেখবেন?
লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar -এ।