CSK Supporter Killed by MI Fans: রোহিতের উইকেট সেলিব্রেট করায় মুম্বই ইন্ডিয়ান্সের দুই ভক্তের হাতে খুন চেন্নাই সমর্থক
মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা আউট হওয়ার পর চেন্নাই সুপার কিংসের ভক্ত বন্দোপন্ত তিবিল উদযাপন করতে শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত বলবন্ত ঝঞ্জগে ও সাগর ঝাঞ্জেগে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে।
ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট আইপিএল পরিবারের সদস্যদের একত্রিত করার জন্য পরিচিত। তবে কখনও কখনও খেলা এবং খেলোয়াড়দের প্রতি অতিরিক্ত আবেগ মারাত্মকও হতে পারে। গত বুধবার (২৭ মার্চ) কোলহাপুরে সেই ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। আইপিএল ২০২৪-এ সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ম্যাচ চলাকালীন রোহিত শর্মার (Rohit Sharma) উইকেট উদযাপন করার পরে মুম্বই ইন্ডিয়ান্সের দুই সমর্থকের আক্রমণের পরে মহারাষ্ট্রের কোলহাপুরে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ভক্ত প্রাণ হারিয়েছেন। রোহিত শর্মার উইকেট উদযাপন করায় দুই এমআই সমর্থক মারধর করেন বন্দোপান্ত বাপুসো তিবিলে (Bandopant Bapuso Tibile) নামে ৬৩ বছরের ওই ব্যক্তিকে। কোলহাপুরের একটি গ্রামে অন্যদের সঙ্গে তিবিল যখন টেলিভিশনে খেলা দেখছিলেন, তখনই এই বচসার ঘটনা ঘটে। রান তাড়া করার সময় শর্মার আউটে তাঁর উল্লাস ৩৫ বছর বয়সী সাগর সদাশিব ঝাঞ্জেগে (Sagar Sadashiv Jhanjage) এবং ৫০ বছর বয়সী বলবন্ত মহাদেব ঝাঞ্জেগেকে (Balwant Mahadev Jhanjage) ক্ষুব্ধ করে। AIFF Official Deepak Sharma Arrested: মহিলা ফুটবলারদের মারধরের অভিযোগে গ্রেফতার সর্বভারতীয় ফুটবল আধিকারিক দীপক শর্মা
মুম্বই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা আউট হওয়ার পর চেন্নাই সুপার কিংসের ভক্ত বন্দোপন্ত তিবিল উদযাপন করতে শুরু করেন। তিনি বলেন, 'রোহিত শর্মা আউট হওয়ায় মুম্বই ইন্ডিয়ান্স এখন জিততে পারবে না।' এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত বলবন্ত ঝাঞ্জেগে ও সাগর ঝাঞ্জেগে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এ ঘটনায় তিবিল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। আহত ব্যক্তিকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও আজ ৩১ মার্চ তিনি মারা যান। হামলার পরে, পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়, এরপর সাগর ও বলবন্ত ঝাঞ্জেগে উভয়কেই গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। কর্তৃপক্ষ বর্তমানে এই ভয়ঙ্কর ঘটনার তদন্ত করছে। অন্যদিকে, সেদিন সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৩১ রানে হেরে যায় মুম্বই ইন্ডিয়ান্স।