Cricket, Asian Games 2026: আগামী অলিম্পিকে থাকলেও ২০২৬ এশিয়ান গেমসে নেই ক্রিকেট
জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জেসিএ) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান অ্যালান কুর জানিয়েছেন, স্থানীয় আয়োজক কমিটি দাবি করেছে, ক্রিকেট পরবর্তী এশিয়াডের অংশ নয়।‘ ক্রিকেট হাংঝুতে এশিয়ান গেমসের অংশ ছিল যেখানে ভারত পুরুষ ও মহিলা উভয় বিভাগেই স্বর্ণ জিতেছিল।
Asian Games 2026: ২০২৮ সালে অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নিয়ে উন্মাদনার মধ্যে, ২০২৬ সালে জাপানে আয়োজিত পরবর্তী এশিয়ান গেমসের জন্য এই খেলাটি এখনও নিশ্চিত ইভেন্টগুলির মধ্যে নেয় বলে সম্প্রতি বিভিন্ন রিপোর্টে জানা গিয়েছে। জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জেসিএ) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান অ্যালান কুর জানিয়েছেন, স্থানীয় আয়োজক কমিটি দাবি করেছে, ক্রিকেট পরবর্তী এশিয়াডের অংশ নয়। সংবাদ সংস্থা রয়টার্সের সাম্প্রতিক এক রিপোর্টে দাবি করা হয়েছে, জাপানে অনুষ্ঠিতব্য ২০২৬ এশিয়াডে ক্রিকেট প্রতিযোগিতার জন্য নাগোয়ার একটি বেসবল স্টেডিয়াম পুনর্নির্মাণ করা হবে। ইমার্জিং ক্রিকেটকে কুর বলেন, 'দেখুন, যদি সত্যিই ক্রিকেটকে খেলায় অন্তর্ভুক্ত করা হয়, অবশ্যই তা দারুণ হবে। তবে আমরা আয়োজক কমিটির সঙ্গে ফলোআপ করেছি, যারা মোটামুটি পরিষ্কার।' Google Doodle Today: মহিলা টি-২০ বিশ্বকাপ উদযাপনে গুগলের বিশেষ ভাবনা, দেখে নিন আজকের ডুডল
তিনি আরও বলেন, 'গেমসের জন্য তারা আরও ৪১ টি খেলা নিয়ে এগোচ্ছে এবং ক্রিকেট এই পর্যায়ে তাদের মধ্যে একটি নয়। কেউ যদি আমাদের অন্য কিছু না বলে, তাহলে আমরা আমাদের দলকে এই ইভেন্টে অংশ নিতে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা করব না।' ক্রিকেট হাংঝুতে এশিয়ান গেমসের অংশ ছিল যেখানে ভারত পুরুষ ও মহিলা উভয় বিভাগেই স্বর্ণ জিতেছিল। এরপর ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে কুর এই বিষয়টি নিয়ে জেসিএর অসহায়ত্ব প্রকাশ করেন। তিনি বলেন, 'এ বিষয়ে প্রভাব বিস্তার করার ক্ষমতা বা সামর্থ্য জেসিএর নেই। এটা ওসিএ (অলিম্পিক কাউন্সিল অব এশিয়া) ও স্থানীয় আয়োজক কমিটির ওপর নির্ভর করছে।' ১৯০০ সালের প্যারিস অলিম্পিকের প্রথমবারের মতো লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ২০২৮ (Los Angeles Olympics 2028) ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে। এই প্রসঙ্গে ওসিএ প্রধান রণধীর সিং আশাবাদী আগামী এশিয়ান গেমসে ক্রিকেট অংশ নেবে। তিনি জানান, 'এটাই আমার উপলব্ধি। এটি এখন অলিম্পিকের খেলা। আমি এ বিষয়ে খোঁজখবর নিয়েছি এবং আমি আশাবাদী এটি নাগোয়াতেও থাকবে।'