Cricket Debut 2023: রিঙ্কু সিং থেকে মুকেশ কুমার, এই বছরে অভিষেক হয়েছে যাদের
ভারতের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে কোনো ক্রিকেটারের অভিষেক হয়নি
ভারতের মতো ক্রিকেটপ্রেমী দেশে আন্তর্জাতিক ক্রিকেটে খেলা যে কোনও তরুণ জন্য সবচেয়ে স্বপ্ন পূরণ। যেখানে ভারতীয় ক্রিকেটে রোহিত, বিরাটের মতো বড় তারকারা রয়েছেন সেই দলে প্রথম একাদশে জায়গা করে নেওয়া সত্যি ভাগ্যের এবং কঠিন পরিশ্রমে ফল। এই বছর ভারতের ক্রিকেট দলে অভিষেক করে অনেকেই দলে নিজেদের জায়গা পাকা করে নিয়েছেন আবার অনেকেই নিজের খেলায় নিজেকে এবং দলকে নিরাশ করে হয়তো আর জায়গা পাওয়ার সুযোগ নষ্ট করে ফেলছেন। ২০২৩ সালে ভারতের প্রথম সিরিজ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজ। সেখান থেকেই শুরু হয় নানা ক্রিকেটারের অভিষেকের নয়া যাত্রা। একনজরে দেখে নেওয়া যাক সেই সমস্ত ক্রিকেটারের তালিকা। নিচে সিরিজ অনুসারে খেলোয়াড়ের তালিকা দেওয়া হল। ICC U19 World Cup 2024: ছোটদের বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ
ভারত বনাম শ্রীলঙ্কা টি-২০ সিরিজ
-শুভমন গিল এবং শিভম মাভি। যেখানে ৭ রানে গিল আউট হয়ে গেলেও ৪ উইকেট নিয়ে অসাধারণ বোলিং করেন মাভি। এরপরের ম্যাচে দলে অভিষেক করেন রাহুল ত্রিপাঠী। সেই ম্যাচে তিনি ৫ রানে আউট হয়ে যান।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজ
- ভারতের টি-২০ দলে অভিষেক করেন মুকেশ কুমার এবং তিলক ভার্মা। যেখানে ৩৯ রান করেন তিলক কিন্তু মুকেশ একটিও উইকেট সেই ম্যাচে পাননি।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ
- ভারতের ওয়ানডে দলে অভিষেক করেন মুকেশ কুমার। অভিষেকে মাত্র ১ টি উইকেট পান তিনি।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ
- ভারতের প্রথম টেস্ট দলে অভিষেক করেন যশস্বী জয়সওয়াল, ইশান কিষাণ। যেখানে যশস্বী ১৭১ রান করে ম্যাচ সেরা হন। এরপর দ্বিতীয় টেস্টে অভিষেক করেন মুকেশ কুমার। যেখানে তিনি মোট ২ উইকেট পান।
ভারত বনাম আয়ারল্যান্ড টি-২০ সিরিজ
- আইপিএলে অসাধারণ খেলার পর টি-২০ ক্রিকেটে অভিষেক করেন রিঙ্কু সিং এবং সঙ্গে আসেন পেসার প্রসিদ্ধ কৃষ্ণাও। সেই ম্যাচে প্রসিদ্ধ ২টি উইকেট নেন এবং রিঙ্কু ২১ বলে ৩৮ রান করেন।
এশিয়া কাপ ২০২৩
-২০২৩ সালের ওয়ানডে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে অভিষেক করেন তিলক ভার্মা। সেই ম্যাচে ৫ রানে আউট হয়ে যান তিনি।
এশিয়ান গেমস, হাংঝু ২০২৩
- ভারতে এশিয়ান গেমস ক্রিকেটে নেপালের বিপক্ষে অভিষেক করেন জিতেশ শর্মা এবং সাই কিশোর। যেখানে জিতেশ ৫ রান করলেও সাই ব্যাটিংয়ের সুযোগ পাননি। এছাড়া বাংলাদেশের বিপক্ষে ম্যাচে অভিষেক করেন শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed) এবং ১টি উইকেট নেন।
ভারতের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে কোনো ক্রিকেটারের অভিষেক হয়নি। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা সফরেও এখনও কোনো অভিষেক হয়নি।