Charith Asalanka Century, SL vs ZIM: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে চরিথ আসালঙ্কার শতক, বাতিল জিম্বাবয়ে-শ্রীলঙ্কার ওয়ানডে
চারিথ আসালানকার দুর্দান্ত সেঞ্চুরিতে ৫টি বাউন্ডারি ও ৪টি ছক্কায় ৯১ বলে সেঞ্চুরি পূর্ণ করে, শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৩ রান তোলে তারা
শ্রীলঙ্কার সহ-অধিনায়ক চরিথ আসালাঙ্কার (Charith Asalanka) ৯৫ বলে ১০১ ও দিলশান মাদুশাঙ্কার (Dilshan Madushanka) দ্রুত দুটি উইকেট শিকার সত্ত্বেও প্রতিকূল আবহাওয়ার কারণে জিম্বাবয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচটি কোনো ফলাফল ছাড়াই বাতিল হয়ে যায়। এর আগে কুশল মেন্ডিস (Kusal Mendis) টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়ার পর শ্রীলঙ্কা শূন্য রানে আভিস্কা ফার্নান্দোকে (Avishka Fernando) হারায়। তবে অধিনায়ক ৪৮ বলে ৪৬ রান করেন। আর সাদিরা সামারাবিক্রমা (Sadeera Samarawickrama) ৩১ বলে ৪১ রান করে প্যাভিলিয়নে ফিরেন। ফলে আর প্রেমাদাসা স্টেডিয়ামে স্কোর দাঁড়ায় ৬৩ রানে। এরপর চারিথ আসালানকার (Charith Asalanka) দুর্দান্ত সেঞ্চুরিতে ৫টি বাউন্ডারি ও ৪টি ছক্কায় ৯১ বলে সেঞ্চুরি পূর্ণ করে শ্রীলঙ্কা। Pathum Nissanka Ruled Out: ডেঙ্গু সন্দেহে জিম্বাবয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন পাথুম নিসানকা
নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৩ রান তোলে তারা। তিনি ও দুষ্মন্ত চামিরা (Dushmantha Chameera) অষ্টম উইকেট জুটিতে ৫২ রানের জুটি গড়েন। অফস্টাম্পের বাইরে ওভারপিচ ডেলিভারিতে দ্বিতীয় রান নিতে গিয়ে সময় ৫০তম ওভারে তিন বল বাকি থাকতেই আউট হয়ে যান আসলাঙ্কা। বৃষ্টি বাধার আগে চার ওভারে জিম্বাবয়ের রান ছিল ২ উইকেটে ১২ রান। দুই মেডেন ওভারে কোনো রান না দিয়ে দুটি উইকেট তুলে নেন মাদুশঙ্কা। দিন-রাতের লড়াই বৃষ্টি বিঘ্নিত হওয়ার আগে তাকুদজওয়ানাশে কাইতানো (Takudzwanashe Kaitano) ১ রান ও মিল্টন শুম্বা (Milton Shumba) ২ রান নিয়ে ক্রিজে ছিলেন। রাত ৯টা ২০মিনিট নাগাদ খেলা বন্ধের আগে আম্পায়াররা বেশ কয়েকটি পরিদর্শন করেন।