Bengal vs Baroda: অনুষ্টুপের দুরন্ত অপরাজিত ৯৯ রানের সুবাদে হার্দিকদের হারাল বাংলা
হার্দিক পান্ডিয়াদের হারিয়ে বিজয় হাজারে ট্রফিতে জয়ের ধারা অব্যাহত রাখল বাংলা। শনিবার বরোদার বিরুদ্ধে বাংলার ৭ উইকেটে অনায়াসে জয়ে নায়ক অনুষ্টুপ মজুমদার। বল হাতে দুরন্ত প্রদীপ্ত প্রামাণিক, সায়ন ঘোষ।
হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)দের হারিয়ে বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy)-তে সহজ জয় পেল বাংলা (Bengal)। শনিবার বরোদা (Baroda)-র বিরুদ্ধে বাংলার ৭ উইকেটে অনায়াসে জয়ে নায়ক অনুষ্টুপ মজুমদার। বল হাতে দুরন্ত প্রদীপ্ত প্রামাণিক, সায়ন ঘোষ। মাত্র এক রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন অপরাজিত থেকে যাওয়া অনুষ্টুপ। হায়দরাবাদে পান্ডিয়া ব্রাদার্সদের বিরুদ্ধে জয়ের জন্য ২২৯ রান তাড়া করতে নেমে ৭১ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলা। শুরুতেই হার্দিকের বলে আউট হয়ে যান অভিষেক পোড়েল (১)। কিছুটা সেট হওয়ার পর মেরিওয়ালার বলে আউট হন অপর ওপেনার তথা অধিনায়ক সুদীপ ঘরামি। তিনে নেমে সুদীপ চ্য়াটার্জি ভালই খেলছিলেন।
কিন্তু খেলার গতির বিরুদ্ধে রান আউট হয়ে যান সুদীপ (৩২)। এরপর কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে চমকপ্রদ ইনিংস খেলতে থাকেন বাংলার বহু যুদ্ধের নায়ক অনুষ্টুপ। তাঁকে দারুণ সঙ্গ দেন সুমন্ত গুপ্ত। অনেক চেষ্টা করেও হার্দিক, ক্রুনালরা মোট ৭ জন বোলার ব্যবহার করেও অনুষ্টুপ-সুমন্ত জুটিকে আউট করতে পারেননি। শেষ অবধি সুমন্ত ৬৯ রানে অপরাজিত থাকেন। আর ১০৬ বলে ৯৯ করে মাথা উঁচু করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অনুষ্টুপ। অনুষ্টুপ-সুমন্ত চতুর্থ উইকেটে অবিচ্ছদ্য ১৫৮ রান যোগ করেন। ৪২ বল বাকি থাকেই জিতে যায় বাংলা। অনুষ্টুপের দুরন্ত ৯৯ রানের ইনিংস সাজানো ছিল ১২টি বাউন্ডারি, ১টি ওভার বাউন্ডারি দিয়ে। হার্দিক ৩৩ রান দিয়ে ১টি উইকেট নেন।
বাংলার বোলাররাও বেশ ভাল বল করেন। পাঁচে নামা হার্দিক (১)-কে আউট করেন প্রদীপ্ত প্রামাণিক। ক্রুনাল পান্ডিয়ারও উইকেট নেন প্রদীপ্ত। ২৬ বছরের বাঁ হাতি স্পিনার প্রদীপ্ত ২৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। সায়ন ঘোষ ৪৩ রান দিয়ে নেন ৩টি উইকেট। জাতীয় দলে খেলা তারকা পেসার মুকেশ কুমার ৩৭ রান দিয়ে ২টি উইকেট নেন। শুরুটা দারুণ করেছিল বরোদা। তবে ৬৫ রানে ১ উইকেট থেকে ১৫৪ রানে ৬ উইকেট হয়ে যায় মিডল অর্ডারের ধসে। বাকিদের ব্যর্থতার মাঝে দারুণ ইনিংস খেলা বরোদার ওপেনার শাসওয়াত রাওয়াত ৯৫ রানে রান আউট হয়ে যান।
চলতি টুর্নামেন্টে তিনটি খেলে বাংলার এটি দ্বিতীয় জয়। বৃহস্পতিবার ত্রিপুরার বিরুদ্ধে বাংলার ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। বিজয় হাজারের প্রথম ম্যাচে দিল্লিকে ৬ উইকেটে হারিয়েছিলেন সুদীপরা। বছরের শেষ দিনে কেরলের বিরুদ্ধে নামছে বাংলা। গ্রুপে বাংলার শেষ দুটি ম্যাচ বিহার (৩ জানুয়ারি) ও মধ্যপ্রদেশ (৫ জানুয়ারি)-র বিরুদ্ধে। গ্রুপ E-র পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা মধ্যপ্রদেশ ও বাংলা (১০ পয়েন্ট) একই জায়গা দাঁড়িয়ে। নেট রানরেটে ভেঙ্কটেশ আইয়ারের মধ্যপ্রদেশ এগিয়ে থাকলেও, বাংলা একটি ম্যাচ কম খেলেছে। এই গ্রুপে এখনও পর্যন্ত বাংলাই অপরাজিত দল। তালিকায় তিন ও চারে আছে যথাকক্রমে বরোদা ( ৮ পয়েন্ট) ও দিল্লি ( ৮ পয়েন্ট)। ত্রিপুরা (৬ পয়েন্ট), বিহার ( ৪ পয়েন্ট) ও কেরল (২ পয়েন্ট) অনেকটা পিছনে রয়েছে।