BAN vs NZ 3rd ODI Result: সহজ জয় বাংলাদেশের, বোলিং দাপটে ৯৮ রানেই শেষ নিউজিল্যান্ড

বাংলাদেশ আজকের ম্যাচ জিতলেও সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে নিউজিল্যান্ড

Bangladesh Cricket (Photo Credit: ICC/ X)

টানা ১৮টি হারের পর অবশেষে নিউজিল্যান্ডে জয়ের খরার অবসান ঘটিয়ে আয়োজকদের বিপক্ষে ওয়ানডে ম্যাচ জিতল বাংলাদেশ। যদিও আয়োজকরা ইতিমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে, কিন্তু বল হাতে চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়ে মাত্র ৯৮ রানে কিউইদের অলআউট করে বাংলাদেশ ৯ উইকেটে জয় তুলে নেয়। ম্যাচ শুরু থেকেই বাংলাদেশের বোলাররা তাঁদের দাপট দেখায়। স্কোর যখন মাত্র ১৬ রান, রচিন রবীন্দ্রকে (Rachin Ravindra) ফেরান তানজিম হাসান সাকিব (Tanzim Hasan Shakib)। মাত্র ১ রানেই হেনরি নিকোলাসকে (Henry Nicholls) আউট করেন ফের সাকিব। অধিনায়ক টম ল্যাথাম (Tom Latham) ধরে খেলার চেষ্টা করলেও ২১ রানে বোল্ড হয়ে ফিরে যান শোরিফুল ইসলামের (Shoriful Islam) বলে। NZ Squad, BAN vs NZ: বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে নেই উইলিয়ামসন, নেতৃত্বে স্যান্থনার

এরপর ফের শোরিফুল আঘাত হেনে উইল ইয়ং (Will Young) এবং মার্ক চ্যাপম্যানকে (Mark Chapman) আউট করেন এবং স্কোর ৭০ রানেই ৬ উইকেট হয়ে যায়। এরপর বোলিং করতে আসেন সৌম্য সরকার (Soumya Sarkar) শেষের দিকের তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিতে বেশী সময় নেননি। এই ম্যাচে সৌম্য ছাড়া ৩টি করে উইকেট নেন শোরিফুল এবং তানজিম হাসান সাকিব। শেষ একটি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। এরপর রান তাড়া করতে নেমে ব্যাট হাতে নিজের বীরত্বের পুনরাবৃত্তি ঘটাতে পারেননি সরকার। ম্যাচ চলাকালীন কিছু একটা চোখে পড়ার পর তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। এরপর আনামুলকে ৩১ রানে উইলিয়ান ও' রুরকি (William ORourke) আউট করলেও নাজমুল হোসেন শান্তর অর্ধশতকে ১৫.১ ওভারেই জয় তুলে নেয় বাংলাদেশ।

দেখুন স্কোরকার্ড