Babar Azam: বাদ নয় বিশ্রামে বাবর! পাক সহকারী কোচ আজহার মেহমুদের কথায় ঠাট্টা সোশ্যাল মিডিয়ায়
আগামিকাল, মঙ্গলবার থেকে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পাকিস্তান দলে নেই তারকা ব্যাটার বাবর আজম। ফর্মে না থাকায় পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবরকে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের বাকি দুটি ম্যাচ থেকে বাদ দেওয়া হয়েছে।
মুলতান, ১৪ অক্টোবর: আগামিকাল, মঙ্গলবার থেকে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে পাকিস্তান দলে নেই তারকা ব্যাটার বাবর আজম। ফর্মে না থাকায় পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবরকে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের বাকি দুটি ম্যাচ থেকে বাদ দেওয়া হয়েছে। মুলতানে দ্বিতীয় টেস্টে খেলতে নামার আগে পাকিস্তানের সহকারী কোচ আজহার মেহমুদ দাবি করলেন, বাবর আজমকে বাদ দেওয়া হয়নি, ওকে বিশ্রাম দেওয়া হয়েছে। বাবর আজম এখনও পাকিস্তানের এক নম্বর ব্যাটসম্যান বলেও আজহার মেহমুদ দাবি করেন। তবে সহকারী কোচ যাই বলুন, কারণহীন বিশ্রাম যে আসলে বাদ পড়া সেটা সবার জানা।
একেবারেই রানের মধ্যে নেই বাবর। তার মধ্য়ে আবার দেশের মাটিতে টানা তিনটি টেস্টে লজ্জার হারে মুখে পড়েছে পাকিস্তান। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে মোট চারটি পরিবর্তন করেছে পাকিস্তান। বাবর আজমের জায়গায় মুলতানে চার নম্বরে ব্যাট করবেন কামরন গুলাম।
দেখুন বাবর আজমের না থাকা নিয়ে কী বললেন আজহার মেহমুদ
একজন মাত্র স্পেশালিস্ট পেসার ও চার স্পিনারে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সমতায় ফেরার লক্ষ্যে ঝাঁপাবে শন মাসুদের দল। অন্যদিকে, চোট সারিয়ে ইংল্যান্ড দলে ফিরছেন অধিনায়ক বেন স্টোকস। ক্রিস ওকসের জায়গায় খেলবেন স্টোকস।