IPL Auction 2025 Live

Ajinkya Rahane, Ranji Trophy: রঞ্জিতে মাঠে বাধার কারণে আউট রাহানে, আম্পায়ারের সিদ্ধান্ত ফেরাল অসম

চা বিরতির সময় আপিল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে আম্পায়ারদের জানান অসম। নিয়ম অনুযায়ী, পরের বল খেলার আগে আউটের আবেদন প্রত্যাহার করতে হয় এবং ব্যাটসম্যানকে ফিরিয়ে আনার জন্য আম্পায়ারদের সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়

Ajinkya Rahane (Photo Credit: @CricSuperFan/ X)

মুম্বইয়ের শরদ পাওয়ার ক্রিকেট অ্যাকাডেমিতে রঞ্জি ট্রফির (Ranji Trophy) শেষ লিগ ম্যাচে প্রতিপক্ষ অসম আপিল প্রত্যাহার করে নেওয়ায় ১৬ বছরের পেশাদার কেরিয়ারে প্রথমবার ফিল্ডিং আউট হয়ে বেঁচে গেলেন মুম্বইয়ের অধিনায়ক অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। নির্ধারিত চা বিরতির আগে শেষ ওভারে মুম্বইয়ের ৪ উইকেটে ১০২ স্কোরে ১৮ রানে ব্যাট করছিলেন রাহানে। তখন তিনি অসমের ফাস্ট বোলার দিবাকর জোহরির বলকে মিড অনে পাঠিয়ে সিঙ্গেল নিতে যান কিন্তু তাঁর ব্যাটিং পার্টনার শিবম দুবে তখন সিঙ্গেল নিতে অস্বীকার করে রাহানেকে ফেরত পাঠান, ততক্ষণে অসম অধিনায়ক ডেনিশ দাস কিপারের প্রান্তে থ্রো করেন এবং ক্রিজে ফেরার চেষ্টা করা রাহানের দিকে বল লাগে। এরপর অন ফিল্ড আম্পায়ার রাহানেকে আউট দেন অসমের 'মাঠে বাধা দেওয়ার' আপিলে। Ishan Kishan Skips Ranji: বিসিসিআইয়ের কড়া নির্দেশ আমল না দিয়ে রঞ্জি থেকে দূরেই ইশান কিষাণ

তবে চা বিরতির সময় আপিল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে আম্পায়ারদের জানান অসম। নিয়ম অনুযায়ী, পরের বল খেলার আগে আউটের আবেদন প্রত্যাহার করতে হয় এবং ব্যাটসম্যানকে ফিরিয়ে আনার জন্য আম্পায়ারদের সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সৌভাগ্যক্রমে, সেই সময় খেলায় সাময়িক বিরতি ছিল এবং উভয় দল ড্রেসিংরুমে ফিরে আসে। তাই এই আবেদন প্রত্যাহার আম্পায়াররা গ্রহণ করে এবং রাহানে প্রায় ২০ মিনিট পরে আবার ব্যাট করতে নামেন। রাহানে আবার ব্যাট করতে এলেও ভাগ্যকে কাজে লাগাতে পারেননি এবং চা বিরতির চার ওভার পরে একই বোলারের বলে বোল্ড হন এবং শেষ পর্যন্ত ৬৯ বলে ২২ রানে তাকে ফেরত পাঠানো হয়।