IPL 2023 Commentators: বাংলা সহ আইপিএলে স্টারের ধারাভাষ্যকার তালিকায় আছেন যারা
আগামী ৩১ মার্চ থেকে আমেদাবাদে শুরু হচ্ছে আইপিএল ২০২৩। দশটি ফ্র্যাঞ্চাইজির এবারের আইপিএল সম্প্রচারের লড়াইয়ে জমে উঠবে।
আগামী ৩১ মার্চ থেকে আমেদাবাদে শুরু হচ্ছে আইপিএল ২০২৩। দশটি ফ্র্যাঞ্চাইজির এবারের আইপিএল সম্প্রচারের লড়াইয়ে জমে উঠবে। কারণ এবার আইপিএল টিভিতে দেখা যাবে স্টার স্পোর্টসের মাধ্যমে। আর ডিজিটাল বা অনলাইনে দেখা যাবে জিও সিনেমা অ্যাপের মাধ্যমে।
আইপিএল শুরুর আগে স্টার স্পোর্টস জানিয়ে দিল, ইংরেজি, হিন্দি, বাংলা সহ ভারতের মোট ৯টি ভাষায় আইপিএলের ধারাভাষ্য সম্প্রচার করা হবে। ইংরেজিতে ধারাবিবরণীতে এবার সুনীল গাভাসকর, কেভিড পিটারসেদের সঙ্গে থাকছেন জাক কালিস, অ্যারন ফিঞ্চদের। হিন্দি কমেন্ট্রিতে এবার চমক দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার ইমরান তাহির। পাকিস্তান জাত প্রোটিয়া তারকা ক্রিকেটার ইমারন এবার হিন্দিতে আইপিএলের কমেন্ট্রি করবেন।
কয়েক বছর আগেও আইপিএলে মাতিয়েছিলেন ইমরান তাহির। সদ্য অবসর নেওয়া অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চও এবার আইপিএলের ধারাভাষ্যকার হিসেবে থাকছেন। বাংলা কমেন্ট্রিতে এবার থাকছেন প্রাক্তন তারকা ক্রিকেটার অশোক দিন্দা, অভিষেক ঝুনঝুনওয়ালা। ইংরেজি, হিন্দি, বাংলার পাশাপাশি তামিল, তেলেগু, কন্নড়, মালায়লম, মারাঠি ও গুজরাটি ভাষাতেও হবে কমেন্ট্রি।
আইপিএল ২০২৩-এ স্টারের ধারাভাষ্যকাররা:
ইংরেজি: সুনীল গাভাসকর, জাক কালিস, ম্যাথু হেডেন, কেভিন পিটারসেন, অ্যারন ফিঞ্চ, টম মুডি, পল কলিংউড, ড্যানিয়েল ভিট্টোরি, ডেভিড হাসি
হিন্দি: বীরেন্দ্র সেওয়াগ, হরভজন সিং, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, মিতালী রাজ, মহম্মদ কাইফ, সঞ্জয় মঞ্জেরকর, ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা), দীপ দাশগুপ্ত, অজয় মেহরা, পদ্মজিত শেরওয়াত এবং যতীন সাপ্রু।
বাংলা: অশোক দিন্দা, অভিষেক ঝুনঝুনওয়ালা, আরজে বরুণ কৌশিক, প্রদীপ রায়, পল্লব বসু।
বিশ্ব ফিড (ইংরেজি): ইয়ান বিশপ, হর্ষ ভোগলে।
প্রথমবার আইপিএলে কমেন্ট্রি করবেন যারা- অ্য়ারন ফিঞ্চ, মুরলী বিজয়, শ্রীসন্থ, ইউসুফ পাঠান, মিতালী রাজ।
(প্রাক্তন ক্রিকেটাররা এবার আইপিএলের ধারাভাষ্যে: তামিলে থাকছেন কৃষ্ণমাচারী শ্রীকান্ত, লক্ষ্মীপতি বালাজি, মুরলী বিজয়, সদাগোপন রমেশ। তেলেগুতে এমএসকে প্রসাদ। কন্নড়ে গুণ্ডাপ্পা বিশ্বনাথ, বিজয় ভরদ্বাজ। মারাঠিতে সন্দীপ পাতিল, অমল মজুমদার। মালায়লমে এস শ্রীসন্থ। গুজরাটিতে নয়ন মোঙ্গিয়া।)