Christiano Ronaldo: আল নাসেরের হয়ে সৌদি লিগের অভিষেকে জ্বলে উঠলেও গোল পেলেন না রোনাল্ডো

সৌদি পেশাদার লিগে অভিষেক হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। লিওনেল মেসি, নেইমারদের, এমবাপেদের পিএসজি-র বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে আল নাসেরের জার্সিতে অভিষেক হয়েছিল পর্তুগীজ মহাতারকার।

Cristiano Ronaldo of Al Nassr. (Photo Credits: Twitter)

সৌদি পেশাদার লিগে অভিষেক হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Christiano Robaldo)-র। লিওনেল মেসি, নেইমারদের, এমবাপেদের পিএসজি-র বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে আল নাসেরের জার্সিতে অভিষেক হয়েছিল পর্তুগীজ মহাতারকার। আর এবার রোনাল্ডো নামলেন সৌদি প্রো লিগের ম্যাচে ইত্তিফাক ক্লাবের বিরুদ্ধে। বেশ কিছু দিন পরিবেশ, পরিস্থিতি মানিয়ে নেওয়ার পর রোনাল্ডো নামলেন আরব মুলুকে। ম্যাচের বেশ কিছু সময়ে রোনাল্ডোর পায়ে পুরনো ঝলক দেখা গেল।

তাঁকে সামলাতে হিমশিম খেলেন ইত্তিফাকের ডিফেন্ডাররা। তবে গোল করতে পারবেন না রোনাল্ডো। ম্যাচের ৩১ মিনিটে তালিসকার গোলে জিতল রোনাল্ডোর আল নাসের।

দেখুন ছবিতে

এবার আগামী বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি আল নাসের রোনাল্ডোকে খেলতে দেখা যাবে সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল-ইতিহাদের বিরুদ্ধে।