MS Dhoni: ফাইট ধোনি ফাইটকে কুর্নিশ সিএসকের, দেখুন ছবিতে

চেন্নাই সুপার কিংস আর মহেন্দ্র সিং ধোনি। এই দুটো কথা কোথায় যেন এক হয়ে যায়। ২০০৮ সাল থেকে যতবার চেন্নাই সুপার কিংস খেলেছে, ততবার ধোনি ঠিক হলুদ জার্সি পরে নেমেছেন।

Dhoni Gives Ball to Fan Photo Credit: Twitter@JioCinema

চেন্নাই সুপার কিংস আর মহেন্দ্র সিং ধোনি। এই দুটো কথা কোথায় যেন এক হয়ে যায়। ২০০৮ সাল থেকে যতবার চেন্নাই সুপার কিংস খেলেছে, ততবার ধোনি ঠিক হলুদ জার্সি পরে নেমেছেন। চেন্নাইকে দশবার ফাইনালে তোলা এবং পাঁচবার খেতাব এনে দেওয়া অধিনায়ক ধোনি এখনও হলুদ জার্সিতে সবাইকে চমকে দিচ্ছেন। ৪২ বছর বয়সেও মাহি কখনও ব্যাট তো কখনও উইকেটের পিছনে ম্যাজিক দেখাচ্ছেন।

গতকাল, শুক্রবার আমেদাবাদে আইপিএলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে চোট পান ধোনি। কিন্তু তারপরেও চোট নিয়ে খেলতে নেমে ১১ বলে ২৬ রান করেন মাহি। আট নম্বরে নেমে ধোনি ৩টি ওভার বাউন্ডারি, ১টি বাউন্ডারি মারেন। শেষ অবধি চেন্নাই ৩৫ রানে হারলেও ধোনির লড়াই সবার মনে দাগ কাটে। সিএসকে-র পক্ষ থেকে জানা যায় মাঠে পায়ে যন্ত্রণা নিয়েও খেলা চালিয়ে যান মাহি।

দেখুন ছবিতে

ড্রেসিংরুমে ফেরার পথে ঘাম গায়ে চোট পাওয়া ধোনির ছবি দিয়ে তাঁকে কুর্নিশ জানাল চেন্নাই সুপার কিংস।



@endif