French Open 2022: ফরাসি ওপেনে আলকারাজ ঝড়! ১৬ বছর পর ১৯-এর তরুণ শেষ ষোলোয়
ফরাসি ওপেনের ঠিক আগে রোম ওপেনে পরপর দু দিন প্রথমে রাফায়েল নাদাল, তারপর নোভাক জকোভিচকে হারিয়ে খেতাব জয়ী কার্লোস আলকারাজ গার্ফিয়া ঝড় চলছে।
প্যারিস, ২৮ মে: ফরাসি ওপেনের ঠিক আগে মাদ্রিদ ওপেনে পরপর দু দিন প্রথমে রাফায়েল নাদাল, তারপর নোভাক জকোভিচকে হারিয়ে খেতাব জয়ী কার্লোস আলকারাজ গার্ফিয়া ঝড় চলছে। ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে আমেরিকার সেবাস্তিয়ান কোর্ডাকে ৬-৪, ৬-৪,৬-২ হারিয়ে শেষ ষোলোয় উঠলেন মাত্র ১৯ বছর স্পেনের আলকারাজ। ২০০৬-র পর থেকে এত কম বয়েসে কোনও পুরুষ খেলোয়াড় ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে উঠতে পারেননি। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে কারেন খাচানোভের বিরুদ্ধে খেলতে হবে জিততে হবে আলকারাজকে। সব ঠিক থাকলে সেমিফাইনালে আলকারাজের সম্ভাব্য প্রতিপক্ষ জকোভিচ অথবা নাদাল। এবারের ফরাসি ওপেন জয়ের তিন ফেভারিট-নাদালব, জকোভিচ, আলকারাজ ড্রয়ের একই অর্ধে পড়েছেন।
এদিকে, কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদাল বনাম নোভাক জকোভিচ ম্যাচ আর মাত্র একধাপ দূরে। শেষ ষোলোয় অনায়াসে জিতলেন রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ। নাদালের সামনে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কানাডার ফেলিক্স আগুয়ের। গতকাল, তৃতীয় রাউন্ডে নাদাল স্ট্রেট সেটে ডাচ খেলোয়াড় বোটিচ ভান ডান জানডাস্কুলপকে ৬-৩, ৬-২, ৬-৪-এ। অন্যদিকে, তৃতীয় রাউন্ডে বাছাই আলিয়াজ বেদেনেকে ৬-৩,৬-৩,৬-২ হারিয়ে শেষ ষোলোয় পৌছলেন জকোভিচ। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে জোকারের সামনে এবার আর্জেন্টিনার দিয়েগো সুচরজম্যান। আরও পড়ুন: ফুটবলের রাজপুত্র মারাদোনাকে শ্রদ্ধা জানাতে বিশেষ বিমান (দেখুন ছবি)
নাদাল-জকোভিচ এই রাউন্ডের বাধা টপকালেই দুজনের মুখোমুখি হবেন। দুজনেই এখনও পর্যন্ত সেট হারেননি। মঙ্গলবার ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে নাদাল বনাম জকোভিচ ম্যাচের প্রতীক্ষায় গোটা বিশ্ব। তার আগে অবশ্য দুজনকেই চতুর্থ রাউন্ডের ম্যাচ জিততে হবে।
নাদাল এবার তাঁর ১৪তম ফরাসি ওপেন খেতাব জয়ের লক্ষ্যে নেমেছেন। আর জকোভিচ নেমেছেন ২১তম গ্র্যান্ডস্লাম জিতে রাফার সর্বাধিক গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড ছুঁতে। চলতি বছর প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়ে রজার ফেডেরার- নোভক জকোভিচের ২০টি গ্র্যান্ডস্লামের রেকর্ড ভেঙে ২১-এ পৌঁছে নজির গড়েন রাফায়েল নাদাল।