Adam Peaty Covid: প্যারিস অলিম্পিকে কোভিডের থাবা, করোনা আক্রান্ত মহাতারকা সাঁতারু অ্যাডাম পিয়েটি

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনা আক্রান্ত হয়ে নিভৃতবাসে গিয়েছিলেন। জঙ্গি হানার ভয়ে কাঁটা প্যারিস অলিম্পিকে তাই কোভিড নিয়ে একটা আশঙ্কা ছিলই।

Adam Peaty. (Photo Credits: X)

প্যারিসে অলিম্পিক (Paris Summer Olympics 2024) শুরুর আগে আমেরিকা যুক্তরাষ্ট্র সহ কিছু দেশ কোভিড (Covid-19) আক্রান্ত হওয়ার সংখ্যা আচমকা বেশ বেড়ে গিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনা আক্রান্ত হয়ে নিভৃতবাসে গিয়েছিলেন। জঙ্গি হানার ভয়ে কাঁটা প্যারিস অলিম্পিকে তাই কোভিড নিয়ে একটা আশঙ্কা ছিলই। সেই আশঙ্কাই সত্য়ি হল। করোনায় আক্রান্ত হলেন গ্রেট ব্রিটেনের এক নম্বর সাঁতারু অ্যাডাম পিয়েটি (Adam Peaty)।

চলতি অলিম্পিকে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক বিভাগে রুপো জেতার পর তাঁর শরীর খারাপ হলে করোনা পরীক্ষা হয়। তাতে তাঁর রিপোর্ট কোভিড পজেটিভ আসে। তাঁকে নিভৃতবাসে রাখা হয়েছে। চলতি অলিম্পিকে দিন দুয়েক পরে হওয়া রিলে ইভেন্টের আগে তিনি করোনা থেকে সুস্থ হয়ে জলে নামবেন বলে আশা করা হচ্ছে।

দেখুন খবরটি

ব্রিটেনের কিছু সাঁতারুর কোভিড পরীক্ষা করা হয়েছে। গত দুটি অলিম্পিকে যিনি ১০০ মিটার ব্রেস্টস্ট্রোক বিভাগে অ্যাডাম পিয়েটি সোনা জিতে ছিলেন। তবে এবার ইতালির নিকোলা মার্টিনেনঘির কাছে ০.০২ সেকেন্ডে পিছিয়ে পড়ে একটুর জন্য সোনা হাতছাড়া হয় পিয়েটির।



@endif