BGT 2023: ভারত সফরের প্রস্তুতিতে সিডনির পিচে এ কী করলেন কামিন্সরা!

ভারতে এসে খেলতে হবে ঘূর্ণি, আন্ডার-পিপেয়ার পিচে। টেস্টের তৃতীয় দিন থেকেই পিচে দেখা যাবে বড় ফাটল, বল ঘুরবে লাট্টুর মত।

Australia Cricket Team. (Photo Credits:Twitter)

ভারতে এসে খেলতে হবে ঘূর্ণি, আন্ডার-পিপেয়ার পিচে। টেস্টের তৃতীয় দিন থেকেই পিচে দেখা যাবে বড় ফাটল, বল ঘুরবে লাট্টুর মত। আর তাই সিডনিতে উপমহাদেশের মত পিচ বানিয়ে জোর প্র্যাকটিশ করছেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথরা। সিডনির মাঠে যে প্র্যাকটিশ পিচে সময় কাটাচ্ছেন স্মিথরা, তাতে ফাটল তৈরি করা হয়েছে, অসমান বাউন্সের ব্যবস্থা করা হয়েছে। কিছুতেই যাতে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজাদের বলকে সর্ষে ফুল বলে ভুল না হয়, সেই কারণে সিডনিকে ভারতের পিচ বানিয়ে দিনরাত এক করছেন স্মিথরা। অস্ট্রেলিয়ার সাংবাদিকরা বলছেন, সাম্প্রতিক কালে অজি দলকে কোনও সফরের আগে এতটা সিরিয়াস প্র্যাকটিশে দেখা যায়নি। সিডনি থেকে সরাসরি মঙ্গলবার ভারতে আসছেন কামিন্সর। এরপর প্রস্তুতি ম্যাচে খেলে নাগপুরে প্রথম টেস্ট খেলতে নেমে পড়বে ভারতীয় দল।

দুরন্ত খেলে এর মধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পাকা করে ফেলেছেন প্য়াট কামিন্সরা। কিন্তু কামিন্সদের কাছে এরপরেও পাখির চোখ ভারত থেকে টেস্ট সিরিজ জিতে ফেরা। বিশ্বকাপ, অ্য়াসেজের মত ডন ব্র্যাডম্যানের দেশে যেটাকে এখন বড় কৃতিত্ব হিসেবে দেখা হচ্ছে। আরও পড়ুন-সরাসরি কীভাবে দেখবেন অনুর্ধ্ব ১৯ মহিলাদের বিশ্বকাপে ভারত-ইংল্যান্ড ম্যাচ

দেখুন ছবিতে

২০০৪-০৫ ভারত সফরে অ্যাডাম গিলক্রিস্ট ও রিকি পন্টিংয়ের নেতৃত্বে টেস্ট সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর চারবার ভারতে এসে টেস্ট সিরিজ খেল একবারও সাফল্য পায়নি ব্যাগি গ্রিনরা। কিন্তু এবার কামিন্সদের দল বেশ শক্তিশালী ও দারুণ ফর্মে। স্মিথ, ওয়ার্নার, স্টার্ক, কামিন্স, লিঁয়দের মত সিনিয়রদের পাশাপাশি লাবুসচানে, গ্রিন, হেড, স্কট বোল্যান্ডের মত কার্যত নতুন মুখরাও অপ্রতিরোধ্য় ফর্মে আছেন। অ্যাডাম গিলক্রিস্টের মত প্রাক্তনরা মনে করছেন, ভারত থেকে টেস্ট সিরিজ জয়ের এটাই অস্ট্রেলিয়ার কাছে সেরা সুযোগ। এই বর্ডার গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়াকে হারালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে ভারত। ফলে কামিন্সদের কাজটা মোটেও কঠিন হবে না।

ভারত সফরে অস্ট্রেলিয়া টেস্ট দল- প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খোয়াজা, মার্কস লাবুসচানে, স্টিভ স্মিথ (সহ অধিনায়ক), ট্র্যাভিস হেড , পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরন গ্রিন, আলেক্স কারি, ম্যাথু রেনস, ন্যাথান লিঁয়, অ্যাস্টন অগার, জোস হ্যাজেলউড, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড, মিচেল সুইপসন, টড মারফি।

বর্ডার গাভাসকর ট্রফির সূচি

৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে

১৭ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে

পয়লা মার্চ থেকে ধর্মশালায়

৯ মার্চ থেকে আমেদেবাদে

(চারটি টেস্টই শুরু সকাল ১০টা থেকে)

খেলাগুলি সরাসরি স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও ডিজনি+হটস্টারে দেখা যাবে)