Eden Gardens: বিশ্বকাপের আগে কলকাতা সহ দেশের ৫টি শহরের স্টেডিয়াম ঢেলে সাজাচ্ছে বোর্ড, ইডেন সংস্কারে খরচ ১২৭ কোটি
বিশ্বকাপের আগে কলকাতা সহ দেশের ৫টি স্টেডিয়াম ঢেলে সাজাচ্ছে বোর্ড, ইডেন সংস্কারে খরচ ১২৭ কোটি
মুম্বই, ১১ এপ্রিল: চলতি বছর অক্টোবরে ভারতে বসতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর থেকে শুরু হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩। দশটি দেশকে নিয়ে মোট ৪৫টি ম্য়াচের বিশ্বকাপ হতে চলেছে। এবারের বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে সব রকম চেষ্টা করছে বিসিসিআই। আইপিএল মিটলেই বিশ্বকাপের প্রস্তুতিতে কোমর বেঁধে নামছে জয় শাহ-র বোর্ড। আর বিশ্বকাপের কথা মাথায় রেখে দেশের পাঁচটি বড় স্টেডিয়াম ঢেলে সাজাতে চলেছে বোর্ড। পাঁচটা স্টেডিয়ামের সংস্কার. উন্নয়ন বা আপগ্রেডের জন্য ৫০০ কোটি টাকার বেশী খরচ করার পরিকল্পনা নিচ্ছে বোর্ড। তাদের মধ্যে সবচেয়ে বেশী অর্থ খরচ করা হবে কলকাতার ইডেন গার্ডেন্সের পিছনে। বিশ্বকাপের আগে ইডেন সংস্কারে ১২৭ কোটি ৪৭ লক্ষ টাকা খরচ করতে চলেছে ভারতীয় বোর্ড।
ইডেনের পাশাপাশি ঢেলে সাজানো হবে দিল্লির ফিরোজ শাহ কোটলা, মুম্বইয়ের ওয়াংখেড়ে, হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম ও মোহালির আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। কোটলা ও ওয়াংখেড়ের জন্য খরচ করা হবে যথাক্রমে ১০০ কোটি ও ৭৮ কোটি টাকা। মূলত গ্যালারি সৌন্দর্যায়ন, পরিকাঠামো উন্নয়ন, কোথাও প্রেস বক্স সংস্কারের কাজেই অর্থ খরচ করতে চলেছে বিসিসিআই। আরও পড়ুন- Virat Kohli With Vamika: পুলের ধারে মেয়েকে নিয়ে বিরাট কোহলি, নিজেই শেয়ার করলেন আদুরে মুহুর্ত (দেখুন সেই টুইট)
২০১১ বিশ্বকাপ ভারতে হলেও সেই সময় সংস্কারের কাজ চলায় ইডেনে একটা ম্যাচও আয়োজিত হয়নি। এবার ইডেনে ভারত-পাকিস্তান ম্য়াচ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়ার কথা। ইডেনে সেমিফাইনাল ম্যাচও আয়োজিত হতে পারে। প্রসঙ্গত, ২০১৬ টি টোয়েন্ট বিশ্বকাপ ও ১৯৮৭ বিশ্বকাপের ফাইনাল ইডেনে হয়েছিল। ১৯৯৬ ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধন হয়েছিল কলকাতায়। পাশাপাশি সেবার ইডেনে সেমিফাইনালে ভারত-শ্রীলঙ্কার ম্যাচও হয়েছিল।