Mushfiqur Rahim: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতে হেলমেট সেলিব্রেশন মুশফিকুর রহিমের, দেখুন ভিডিয়ো
গত বছর ভারতে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার তারকা ব্যাটার অ্য়াঞ্জেলো ম্যাথুজ হেলমেট পরতে দেরি হওয়ায় ক্রিজে কিছুটা দেরিতে আসায় তাঁকে টাইম আউট করেছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
গত বছর ভারতে আয়োজিত ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার তারকা ব্যাটার অ্য়াঞ্জেলো ম্যাথুজ হেলমেট পরতে দেরি হওয়ায় ক্রিজে কিছুটা দেরিতে আসায় তাঁকে টাইম আউট করেছিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। যা নিয়ে জোর বিতর্ক হয়েছিল। সেই হেলমেট বিতর্ক এবার সিরিজ জয়ের সেলিব্রেশনে ফিরিয়ে আনলেন বাংলাদেশের তারকা উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম।
সোমবার চট্টগ্রামে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় তথা শেষ একদিনের ম্যাচে জয়ের জন্য ২৩৬ রান তাড়া করতে নেমে ৫৮ বল বাকি থাকতে ৬ উইকেট হারিয়ে তুলে নিয়ে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। আট নম্বরে ব্যাট করতে নেমে ১৮ বলে অপরাজিত দুরন্ত ৪৮ রান করে ম্যাচে নায়ক হন বাংলাদেশের রিশাদ হোসেন। এই ম্যাচে যারাই জিতত, তারাই সিরিজ পকেটে পুড়ত। ১৭৮ রানে ৬ উইকেট হারিয়ে চট্টগ্রামে হারতে বসেছিল বাংলাদেশ। কিন্তু মুশফিকুর রহিম (৩৬ অপরাজিত) নিয়ে সেখান থেকে আট নম্বরে নেমে অবিশ্বাস্য খেলে ম্যাচ বের দেন ২১ বছরের রঙপুরের তরুণ স্পিনার রিশাদ।
দেখুন ভিডিয়ো
২-১ সিরিজ জয়ের আনন্দে ট্রফিতে হেলমনেট পরিয়ে দেন মুশফিকুর। বোঝাই যায়, মুশফিকুর সেই ম্যাথুজের টাইম আউটের কথা মনে করিয়ে শ্রীলঙ্কাকে খোঁচে দিচ্ছেন। এর আগে বাংলাদেশ সফরে এসে টি টোয়েন্টি সিরিজে ২-১ জেতার পর শ্রীলঙ্কানব ক্রিকেটাররা টাইম আউট সেলিব্রেশনের খোঁচা দিয়ে বাংলাদেশকে কটাক্ষ করেছিলেন। সেটারই পাল্টা দিলেন মুশফিকুর। গত কয়েক বছর শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচ মানেই আলাদা উত্তেজনা তৈরি হয়। সেটা এদিনও বজায় থাকল।